আপনার আধারের কোথাও অপব্যবহার হচ্ছে না তো, জেনে নিন সহজ পদ্ধতিতে

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতীয় নাগরিকদের কাছে আধারের গুরুত্ব কতটা তা নতুন করে কিছু বলার কিছু নেই। ব্যাঙ্কের আর্থিক লেনদেন থেকে শুরু করে প্যান কার্ড, সামাজিক প্রকল্পে ভর্তুকি পাওয়া সবকিছুতেই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর আধারের গুরুত্ব বাড়ার পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে আধারকে সুরক্ষিত করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Advertisements

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে আধারকে সুরক্ষিত করার জন্য যেমন একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ঠিক তেমনি আমাদেরও সচেতন থাকতে হবে যেন নিজের আধার কার্ড বা নম্বর কোথাও অপব্যবহার না হয়। কারণ আপনার অজান্তেই আধারের অপব্যবহার হয়ে থাকলে সে ক্ষেত্রে দায়ী হবেন আপনিই। যে কারণে UIDAI এর তরফ থেকে নতুন একটি পদ্ধতি আনা হয়েছে যাতে করে সহজেই দেখে নেওয়া যাবে সম্প্রতি আপনার আধার কোথায় কোথায় ব্যবহার হলো বা কোথায় অথেন্টিকেশন হল। আর এই অথেন্টিকেশন তালিকা দেখে যদি আপনার কোন রকম সংশয় থেকে থাকে তাহলে সাথে সাথে অভিযোগ জানাতে পারেন কেন্দ্রীয় সংস্থাকে।

Advertisements

আধারের অথেন্টিকেশন হিস্ট্রি দেখার পদ্ধতি

সম্প্রতি আপনার আধারের কোথায় অথেন্টিকেশন হয়েছে তা দেখার জন্য আপনাকে যেতে হবে UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইট https://resident.uidai.gov.in/aadhaar-auth-history লিঙ্কে। সেখানে প্রয়োজনীয় তথ্যগুলি দিয়ে জানতে পারবেন আধার অথেন্টিকেশন হিস্ট্রি। আর এই হিস্ট্রি জেনে আপনি উপলব্ধি করতে পারবেন কোথাও আপনার আধারের অপব্যবহার হয়েছে কিনা।

কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে দেওয়া লিঙ্কে ক্লিক করার পর নির্দিষ্ট জায়গায় আপনার আধার নম্বর চাওয়া হবে। সেখানে সঠিকভাবে আধার নম্বরটি দিতে হবে।

দ্বিতীয় পদক্ষেপ হিসাবে ক্যাপচা কোড দিয়ে Send OTP তে ক্লিক করতে হবে।

সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে যেটি নির্দিষ্ট জায়গায় দিতে হবে।

এর আগে দুটি জিনিস খেয়াল রাখতে হবে যা হলো ‘Authentication Type’ বেছে নিতে হবে। সেক্ষেত্রে আপনি ‘All’ অথবা অন্যান্য অপশন বেছে নিতে পারেন।

এরপর সময়সীমা বেছে নিতে হবে। সময়সীমা বেছে নেওয়ার ক্ষেত্রে সর্বাধিক ৬ মাস পর্যন্ত সময়সীমা বেছে নেওয়া যেতে পারে।

এরপর বেছে নিতে হবে ‘Number of Records’। যেখানে আপনি সর্বোচ্চ ৫০ টি রেকর্ড বেছে নিতে পারেন। যার পরেই ‘Verify OTP’ অপশনে ক্লিক করলে আপনাকে দেখিয়ে দেবে কোথায় কোথায় আপনার আধার অথেন্টিকেশন হয়েছে।

আধার অথেন্টিকেশন হিস্ট্রি দেখানোর সময় কেন্দ্রীয় সংস্থা আপনাকে দেখিয়ে দেবে কিভাবে আধার অথেন্টিকেশন হয়েছে, কোন সংস্থায় আধার অথেন্টিকেশন হয়েছে ইত্যাদি।

এখন আপনি যদি দেখেন আপনার সম্মতি ছাড়াই কোন স্থানে আধার অথেন্টিকেশন হয়েছে বা অপব্যবহার হয়েছে তাহলে আপনি সাথে সাথে অভিযোগ জানাতে পারেন ১৯৪৭ নম্বরে অথবা help@uidai.gov.in তে।

Advertisements