PUBG-র বদলে FAUG, রোজগারের অংশ যাবে ভারতীয় সেনায়, চমক অক্ষয়ের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২রা সেপ্টেম্বর, ভারত সরকারের তরফ থেকে নতুন করে আরও ১১৮টি অ্যাপকে ভারতে নিষিদ্ধ করা হয়। আর এই ১১৮টি অ্যাপের তালিকায় থাকে বিপুল জনপ্রিয় গেম পাবজি (PUBG)। আর এই গেম ভারতে নিষিদ্ধ হওয়ার পর গেম প্রেমীদের মধ্যে হতাশা দেখা যায়। তবে এর পাশাপাশি বেশিরভাগ মানুষ এটি দেশে নিষিদ্ধ হওয়ায় খুশি এবং তারা নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন। তবে গেম প্রেমীদের হতাশ হওয়ার কিছু নেই, কারণ এই গেম ভারতে নিষিদ্ধ হওয়ার দু’দিনের মধ্যেই চমক দিলেন বলিউড তারকা অক্ষয় কুমার।

Advertisements

Advertisements

অক্ষয় কুমার জানিয়েছেন, নতুন একটি মাল্টিপ্লেয়ার অনলাইন গেম ভারতে লঞ্চ করার কথা। এই গেমটি পাবজির মত হবে বলেই মনে করা হচ্ছে, তবে গেমটিতে থাকবে দেশীয় ছোঁয়া। আর এই গেমের সংক্ষিপ্ত নাম দেওয়া হয়েছে ‘ফৌজি’ (FAUG)।

Advertisements

শুক্রবার অক্ষয় কুমার তাঁর ফেসবুক প্রোফাইলে ঘোষণা করেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর প্রকল্পকে সমর্থন করে একটি মাল্টিপ্লেয়ার অ্যাকশন গেমের কথা ঘোষণা করছি। গেমটির নাম রাখা হয়েছে ‘ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড গার্ডস’। এই গেমে খেলোয়াড়রা মনোরঞ্জন লাভের পাশাপাশি দেশের বীর সেনাদের আত্মত্যাগের গল্পগাঁথাও জানতে পারবেন।” আর এর পাশাপাশি তিনি জানান, “এই গেম থেকে যে ইন্টারনেট রেভিনিউ উপার্জিত হবে তার ২০ শতাংশ দেওয়া হবে ‘ভারত কে বীর’ ট্রাস্টে।” অর্থাৎ এই গেমের ইন্টারনেট রেভিনিউ ২০ শতাংশ চলে যাবে ভারতীয় সেনাদের জন্য।

মূলত পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা ভারত-চীন সংঘাতের পর ভারত সরকারের তরফ থেকে চীনকে অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত করতে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। যে কারণে প্রথম দফায় ৫৯টি অ্যাপের তালিকায় বন্ধ হয় বিপুল জনপ্রিয় চীনের অ্যাপ টিকটক। আর এবার ১১৮ টি অ্যাপের তালিকায় বন্ধ হল পাবজি। ভারত সরকারের তরফ থেকে ভারতের সার্বভৌমত্ব, দেশের প্রতিরক্ষা নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আর এরপর অক্ষয় কুমারের ঘোষণা অনুযায়ী যে নতুন অনলাইন গেমটি আসতে চলেছে সেটি সম্পর্কে বর্তমানে বিস্তারিত কিছু জানা না গেলেও এটুকু আন্দাজ করা যাচ্ছে যে এই গেমটি প্রস্তুত করতে চলেছে ‘এনকোর গেমস’ নামে ব্যাঙ্গালোরের একটি গেম প্রস্তুতকারক সংস্থা। এই সংস্থার সাথে গাঁটছড়া রয়েছে ‘র‍্যাভিও’ নামের বিখ্যাত গেম প্রস্তুতকারক সংস্থা। এই ‘র‍্যাভিও’-র ‘অ্যাংরি বার্ডস’ আমরা অনেকেই খেলেছি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন পাবজি গেমটি বেশ ডেভলপড গেম আর সেই জায়গায় যদি অক্ষয় কুমারের ‘ফৌজি’ এসে পৌঁছাতে পারে তাহলে ভারতীয়দের জন্য এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না।

Advertisements