নিজস্ব প্রতিবেদন : আইপিএলের ঢাকে কাঠি পড়তে আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। চলতি বছর বিদেশের মাটিতে সংযুক্ত আরব আমিরশাহিতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই মহারণ। অন্যান্য বছরের তুলনায় এবছর খেলার পরিবেশ সম্পূর্ণ আলাদা। কারণ কোভিড অতিমারির কারণে আপনাকে বাড়িতে বসেই খেলা দেখতে হবে, স্টেডিয়ামে যাওয়ার জো নেই। যে কারণে দিন দিন অনলাইন প্ল্যাটফর্মের চাহিদা বেড়ে চলেছে। আর অনলাইনে সরাসরি আইপিএল দেখার উপায় Disney+ Hotstar। যে কারণে তারা আইপিএল শুরু হওয়ার আগেই তাদের সাবস্ক্রিপশন প্ল্যানের কথা ঘোষণা করে দিলো।
Disney+ Hotstar এ সরাসরি আইপিএল দেখার জন্য গ্রাহকদের সামনে দুটি সাবস্ক্রিপশন এনে দিয়েছে সংস্থাটি। সংস্থার তরফ থেকে শনিবার বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, সরাসরি আইপিএল দেখতে হলে এক বছরের সাবস্ক্রিপশন নিতে হবে গ্রাহকদের। এক্ষেত্রে আলাদা করে আইপিএলের জন্য কোনরকম সাবস্ক্রিপশন প্ল্যান ঘোষণা করছে না সংস্থা। অর্থাৎ ৫৩ দিনের এই আইপিএল দেখার জন্য গ্রাহকদের দিতে হবে এক বছরের সাবস্ক্রিপশনের মূল্য।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, Disney+ Hotstar ভিআইপি গ্রাহকদের দিতে হবে বছরে ৩৯৯ টাকা এবং Disney+ Hotstar প্রিমিয়াম গ্রাহকদের দিতে হবে ১৪৯৯ টাকা। দুটি সাবস্ক্রিপশন প্ল্যানের ভ্যালিডিটি এক বছর। এছাড়াও রয়েছে ২৯৯ টাকার মাসিক প্রিমিয়াম প্ল্যান। আর এই দুটির মধ্যে যেকোনো একটি প্ল্যান যদি গ্রাহকরা না নেন তাহলে সরাসরি আইপিএল দেখার সুযোগ পাবেন না।
Disney+ Hotstar সংস্থা ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও এবং এয়ারটেলের সাথে গাঁটছড়া বেঁধেছে। এই দুই টেলিকম সংস্থার গ্রাহকরা খুব সহজে সাবস্ক্রিপশন পাওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়াও এই গাঁটছড়া বাঁধার কারণে দুটি টেলিকম সংস্থাই তাদের বেশকিছু রিচার্জের সাথে এক বছরের সাবস্ক্রিপশন বিনামূল্যে দিচ্ছে। যে কারণে বেশ কিছুটা সুবিধাও বেড়েছে গ্রাহকদের।
This Dream11 IPL, no superpower can stop you from chilling with your yaar, only on @disneyplushotstarvip #Dream11IPL #IPL2020 pic.twitter.com/UeXRazE0co
— Disney+ Hotstar (@DisneyPlusHS) September 3, 2020
Reliance Jio ৪০১ টাকা এবং ২৫৯৯ টাকার রিচার্জের সাথে ১ বছরের ৩৯৯ টাকার Disney+ Hotstar সাবস্ক্রিপশন বিনামূল্যে দিচ্ছে। জিওর ৪০১ টাকা রিচার্জে পাওয়া যায় মোট ৯০ জিবি ডেটা, কল ২৮ দিনের জন্য। আর ২৫৯৯ টাকা রিচার্জে রিলায়েন্স জিও দেয় মোট ৭৪০ জিবি ডেটা, কল ৩৬৫ দিনের জন্য।
আবার অন্যদিকে এয়ারটেল ৪৪৮, ৪৯৯, ৫৯৯ এবং ২৬৯৮ টাকার রিচার্জের সাথে বিনামূল্যে একবছরের ৩৯৯ টাকা Disney+ Hotstar সাবস্ক্রিপশন দিচ্ছে।