লোনের সুদে নয়া পদক্ষেপ SBI-এর, স্বস্তিতে গ্রাহকরা

Sangita Chowdhury

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI গ্রাহকদের সুবিধার্থে এবার ছয় মাস অন্তর লোনের সুদ নির্ধারণের করার কথা ঘোষণা করলো। এর আগে বছরে একবার করে লোন বা ঋণের সুদ নির্ধারণ করা হতো। এবার সেই ঋণের সুদ নির্ধারণের সময় বেড়ে বছরে হল দুইবার। এক্ষেত্রে কিছুটা হলে স্বস্তিতে গ্রাহকরা। কারণ ঋণের সুদ কমলে গ্রাহকরাও সেই সুবিধা পাবেন। পাশাপাশি ঋণের সুদ বাড়লে সেটাও বহন করতে হবে গ্রাহকদের। অর্থাৎ স্বস্তির পাশাপাশি অস্বস্তিও বাড়তে পারে।

Advertisements

Advertisements

কোন কোন ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে?

Advertisements

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঘোষণা অনুযায়ী হোম লোন, অটো লোন, পার্সোনাল লোনের ক্ষেত্রে এই সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

যে সকল গ্রাহকরা ফ্লোটিং রেট অনুসারে ঋণ গ্রহণ করে থাকেন তারা এই ক্ষেত্রে সুবিধা পাবেন। এই ক্ষেত্রে ঋণের উপর সুদের হার কমার পাশাপাশি বাড়ারও সম্ভাবনা আছে। সে ক্ষেত্রে ঋণের হার কমলে গ্রাহকরা সেই সুবিধা পাবেন। যা এর আগে পেতে হলে এক বছর অপেক্ষা করতে হতো। এখন ৬ মাসের পরিপ্রেক্ষিতেই মিলবে।

এই নতুন দুই সুবিধা আগষ্ট মাস থেকেই চালু হয়ে গেছে। রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কের সঙ্গে যুক্ত‌ গ্রাহকের সংখ্যা ৪৪ কোটিরও বেশি। এই বিপুল সংখ্যক গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখেই SBI জানিয়েছে, এখন থেকে সেভিংস অ্যাকাউন্টে আর ন্যূনতম টাকা রাখার চাপা রইলো না। এর ফলে আর কোনো জরিমানা দিতে হবে না। এমনকি ব্যাঙ্কের থেকে পাঠানো অ্যাকাউন্ট সংক্রান্ত এসএমএস-এর জন্য মাসে মাসে পয়সাও দিতে হবে না আর।

Advertisements