নিজস্ব প্রতিবেদন : ভারতবর্ষ প্রতিনিয়ত এগিয়ে চলেছে ডিজিটাল ইন্ডিয়ার দিকে। আর এই ডিজিটাল ইন্ডিয়ায় পা রাখার সাথে সাথে মানুষের জীবনযাপন যেমন সহজ থেকে সহজতরও হয়ে উঠছে ঠিক তেমনি পাল্লা দিয়ে বাড়ছে জালিয়াতির মতো ঘটনা। ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এই জালিয়াতি সবথেকে প্রকোট। দেশে অনবরত বেড়ে চলেছে ব্যাঙ্ক জালিয়াতি এবং ফিশিংয়ের মতো ঘটনা। আর এই সকল ঘটনা থেকে কিভাবে নাগরিকরা তাদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন তা নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ কেন্দ্র।
কেন্দ্র সরকারের সাইবার দোস্ত প্ল্যাটফর্মের তরফ থেকে জানানো হয়েছে যে, ব্যাঙ্ক গ্রাহকরা পৃথক দু’টি ইমেল আইডি ব্যবহার করলে তাদের অ্যাকাউন্ট অনেকটাই নিরাপদ রাখতে পারবেন। এক্ষেত্রে বলা হয়েছে একটি ইমেল আইডি কেবলমাত্র ব্যাঙ্কিং লেনদেনের জন্য ব্যবহার করতে এবং অন্যটি যোগাযোগ অথবা সোশ্যাল মিডিয়ার জন্য।
Always make two separate e-mail accounts. One for communicating with people you trust and for your financial transactions. Use separate e-mail account for registering on social networking sites. This will protect your primary account from online stalkers.
— Cyber Dost (@Cyberdost) August 27, 2020
এর স্বপক্ষে তারা যে যুক্তি দিয়েছেন তা হল, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বহু ক্ষেত্রেই প্রতারকরা ইমেল আইডি সহ বিভিন্ন তথ্য হাতিয়ে নিতে পারে।
সাইবার দোস্ত-এর তরফ থেকে জানানো হয়েছে যে, ব্রাউজারে কখনোই ‘অটো-ফিল’ ব্যবহার করা নিরাপদ নয়। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সব সময় নিজের হাতে টাইপ করে সমস্ত তথ্য দেওয়া উচিত এবং সেগুলিকে সেভ না করে রাখাই নিরাপদ।
Always type the information in online forms and not use the auto-fill option on web-browser to fill online forms as these forms may store your personal information such as card number, CVV number, bank account number etc.
— Cyber Dost (@Cyberdost) August 26, 2020
এর পাশাপাশি কখনোই কোন ব্যক্তি ফোন করে ব্যাঙ্ক ম্যানেজার অথবা অন্য কোনো পরিচয় দিয়ে যদি নেট ব্যাঙ্কিং পাসওয়ার্ড, এটিএম কার্ড সম্পর্কিত তথ্য অথবা ওটিপি চেয়ে থাকে তাহলে যেন না দেওয়া হয়।
এমন কোন লিঙ্কে ক্লিক করা উচিত নয় যেখানে অর্থ জেতার মত প্রলোভন দেওয়া হচ্ছে।
Don't click on the links provided in suspicious emails even if they look genuine as this may lead you to malicious websites and this may be an attempt to defraud your hard earned money.
— Cyber Dost (@Cyberdost) August 31, 2020
খুব বেশি ডিসকাউন্ট দিয়ে জিনিসপত্র বিক্রি করছে এমন কমার্শিয়াল ওয়েবসাইট থেকেও সচেতন থাকতে বলা হয়েছে সাইবার দোস্ত-এর তরফ থেকে।
Beware of e-commerce websites and advertisements selling items at highly discounted prices. If website seems doubtful, avoid any transaction.
— Cyber Dost (@Cyberdost) August 13, 2020
+৯২ দিয়ে কোন নম্বর থেকে সাধারণ কল অথবা হোয়াটসঅ্যাপ কল এলে তার রিসিভ করতে নিষিদ্ধ করা হচ্ছে সাইবার দোস্ত-এর তরফ থেকে।
Avoid receiving normal/whatsapp calls from numbers starting with +92. These may be used for soliciting sensitive information.
— Cyber Dost (@Cyberdost) August 10, 2020
এই সকল পদক্ষেপগুলি মেনে চললে নিজেদের অ্যাকাউন্ট অনেকাংশে সুরক্ষিত রাখতে পারা যাবে বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা।