নিজস্ব প্রতিবেদন : বর্তমান করোনা প্রকোপ এবং লকডাউনের কারণে যখন গোটা দেশ আর্থিক সংকটের সম্মুখীন, যখন প্রায় প্রতিটি ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের সুদ কমাতে শুরু করেছে তখনও এমন ৩টি ব্যাঙ্ক রয়েছে যে ব্যাঙ্কগুলি তাদের সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের ৪-৭ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে যাচ্ছে। এই তিনটি ব্যাঙ্ক বর্তমানে ভারতে বেশ জনপ্রিয় এবং অন্যান্য ব্যাঙ্কের মতো সমস্ত সুবিধা দিয়ে থাকে।
সেভিংস অ্যাকাউন্টের আমানতের উপর ৭ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া এই তিনটি ব্যাঙ্ক হল IDFC ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্ক এবং IndusInd ব্যাঙ্ক। তবে তারা এই সুদ দেওয়ার ক্ষেত্রে তারা সঞ্চয়ের উপর বেশ কতকগুলি পর্যায় ভাগ করে রেখেছে।
IDFC ব্যাঙ্ক : এই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকরা ৬ থেকে ৭ শতাংশ পর্যন্ত (per annum) সুদ পেয়ে থাকেন। তবে এই ব্যাঙ্কের গ্রাহকদের প্রতিমাসে সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম ১০,০০০ টাকা ব্যালেন্স রাখাটা বাধ্যতামূলক। এই ব্যাঙ্কের গ্রাহকরা তাদের অ্যাকাউন্টে ১ লক্ষ টাকার নিচে রাখলে ৬ শতাংশ সুদ পান। আর ১ লক্ষ টাকার উপরে সেভিংস অ্যাকাউন্টে সঞ্চয় থাকলে ৭% সুদ পেয়ে থাকেন।
বন্ধন ব্যাঙ্ক : বন্ধন ব্যাঙ্কের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে হয় ৫০০০ টাকা। এই ব্যাঙ্কের গ্রাহকরা সেভিংস অ্যাকাউন্টে সঞ্চয়ের উপর ৪.২৫ থেকে ৬ শতাংশ (per annum) পর্যন্ত সুদ পেয়ে থাকেন। যে সমস্ত গ্রাহকদের সঞ্চয়ের পরিমাণ ১ লক্ষ টাকার নিচে তারা ৪.২৫ শতাংশ সুদ পান। অন্যদিকে যাদের সঞ্চয় ১ লক্ষ টাকার উপরে তারা ৬ শতাংশ সুদ পেয়ে থাকেন।
IndusInd ব্যাঙ্ক : IndusInd ব্যাঙ্কের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ৫০০০ টাকা রাখতে হয়। এই ব্যাঙ্কের গ্রাহকরা তাদের সেভিংস অ্যাকাউন্টে জন্য ৪ থেকে ৬ শতাংশ (per annum) পর্যন্ত সুদ পেয়ে থাকেন।
যে সমস্ত গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে প্রতিদিন ১ লক্ষ টাকার নিচে ব্যালেন্স থাকে তারা ৪ শতাংশ সুদ পান।
যে সমস্ত গ্রাহকদের সেটিংস অ্যাকাউন্টে প্রতিদিন ১ লক্ষ টাকার বেশি ব্যালেন্স থাকে তারা ৫ শতাংশ সুদ পেয়ে থাকেন।
আর যে সমস্ত সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে প্রতিদিন ১০ লক্ষ টাকার বেশি ব্যালেন্স থাকে তারা সুদ পান ৬ শতাংশ।