আর নয় Vodafone, সামনে এলো সংস্থার নতুন নাম

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একসময় ভারতের বিপুল জনপ্রিয় টেলিকম সংস্থা Hutch নিজেদের নাম পরিবর্তন করে Vodafone নামে আত্মপ্রকাশ করে। আর এবার Vodafone-এরও নাম পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ আর এই টেলিকম সংস্থাকে Vodafone বলা যাবে না।

Advertisements

Vodafone ভারতের আরও একটি অন্যতম টেলিকম সংস্থা Idea এর সাথে গাঁটছড়া বেঁধে ব্যবসা শুরু করেছে। বর্তমানে এই দুই সংস্থা যৌথভাবে ব্যবসা চালাচ্ছে। আর এই দুই সংস্থা মিলেই নতুন ব্র্যান্ড তৈরি হচ্ছে ভারতে।

Advertisements

ইতিমধ্যেই এই দুই টেলিকম সংস্থা নিজেদের ব্যান্ড নাম পরিবর্তন করার ঘোষণা করে দিয়েছে। সোমবার এই দুই টেলিকম সংস্থার নিজেদের নাম পরিবর্তন করে ‘VI’ রাখার কথা ঘোষণা করে। আর ‘VI’ এর উচ্চারণ হবে ‘উই’ বলে জানিয়েছে সংস্থা। আর এই নাম পরিবর্তনের সাথে সাথেই বদলে যাচ্ছে দুই সংস্থার লোগো।

Advertisements

নতুন এই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে বিশ্বের সবথেকে বড় টেলিকম ইন্টিগ্রেশন হবে তাদের এই ব্রান্ডে। সংস্থার এমডি ও সিইও রবীন্দর টক্কর জানিয়েছেন, “দু’বছর আগে Vodafone এবং IDEA যৌথভাবে কাজ করা শুরু করে। তারপর থেকেই বিশ্বের বৃহত্তম দুটি টেলিকম সংস্থাকে ইন্টিগ্রেশনের জন্য কাজ করছি। আর এরপর সোমবার আমরা ‘VI’ লঞ্চ করতে পেরে খুব খুশি।”

সংস্থার তরফ থেকে এটাও জানানো হয়েছে যে তাদের সংস্থার নাম পরিবর্তন হলেও গ্রাহকরা যেমন সুবিধা পাচ্ছিলেন ঠিক তেমনি সুবিধা থাকবে। পাশাপাশি নতুন নামে আত্মপ্রকাশ করার পর ডিজিটাল সার্ভিসের দিকে জোর দেওয়া হবে। আর এই নতুন নামে আত্মপ্রকাশের পর এই সংস্থার শেয়ার চার শতাংশ বেড়ে গেছে। তবে সংস্থার এই নতুন নাম প্রকাশের পর গ্রাহকরা নতুন কি সুবিধা পাচ্ছেন তার দিকেই তাকিয়ে দেশের কয়েক কোটি ‘VI’ গ্রাহকরা।

Advertisements