নিজস্ব প্রতিবেদন : ২৮ শে সেপ্টেম্বর পর্যন্ত ঋণ পরিশোধের (EMI) সময়সীমা বাড়ানোর নির্দেশ দিল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট। কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মধ্যে চলা ঋণের কিস্তি নিয়ে স্থগিত মামলায় সুপ্রিম কোর্টের এই নির্দেশে স্বস্তির নিঃশ্বাস ফেলবে অনেকটাই ঋণ গ্ৰহীতারা।
বৃহস্পতিবার বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি, বিচারপতি এম আর শাহ ভিডিও কনফারেন্স শুনানিতে এমন নির্দেশ দেন।
লকডাউনের কারণে রিজার্ভ ব্যাঙ্ক ঋণগ্ৰহীতাদের সুবিধা দেওয়ার জন্য ঋণের কিস্তি ৩ মাসের জন্য স্থগিতের নির্দেশ দেয়। পরে আরও ৩ মাস বাড়ানো হয়। ৬ মাসের মেয়াদ শেষ হয় আগষ্টের ৩১ তারিখে। বৃহস্পতিবার ঋণ পরিশোধের সেই সময়সীমা সময়সীমা ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।
তবে ওই মেয়াদের মধ্যে কিস্তির সুদ ও মোট ৬ মাসের সুদের ওপর সুদ গুনতে হচ্ছে, ফলে অসন্তোষ তৈরি হয়েছে এনিয়ে ঋণগ্ৰহীতাদের মধ্যে। অ্যাপেক্স কোর্টের নেতৃত্বাধীন বিচারপতি ভূষণের ৩ সদস্যের বেঞ্চ গত সপ্তাহের শুনানিতে জানায়, যারা সুদ সহ কিস্তি মেটাতে পারছেন না, তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ যেন না নেওয়া হয় এবং অ্যাকাউন্ট নন পারফর্মিং অ্যাসেটস (NPA) হিসাবে ঘোষণা না করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রায় বহাল থাকবে।
Loan moratorium case in Supreme Court: After hearing the arguments from all the parties, SC recorded the submissions of petitioners and directed the Government to file a detailed affidavit in two weeks and posted the matter for further hearing after two weeks. pic.twitter.com/eQsa5SKDHR
— ANI (@ANI) September 10, 2020
সেই সঙ্গে জানানো হয়, পরবর্তী শুনানি হবে ২৮ সেপ্টেম্বর। এও বলা হয় সর্বোচ্চ আদালত আশা করে সরকার এবং আরবিআই সক্রিয়ভাবে সব বিষয়গুলো বিবেচনা করবে। বেঞ্চ এও জানিয়েছে এটাই শেষ সুযোগ, এরপর এ বিষয়টিতে স্থগিতাদেশ দেওয়া হবে না।
সলিসিটর জেনারেল তুষার মেহেতা কেন্দ্রের পক্ষ থেকে জানান, সরকার সর্বোচ্চ স্তরে বিষয়গুলো খতিয়ে দেখছে। দুই সপ্তাহের মধ্যে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে সমস্যা সমাধানে।
যাতে দেশ যাতে দেশের অর্থনীতি ও ব্যাবসায়িক সংস্থাগুলো অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে।