নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরেই ভারতে লম্বা লম্বা লাফ দিচ্ছে করোনা। প্রতিদিনই ৯০ হাজারের উপরে আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশে। আর দিন কয়েক ধরে তো আক্রান্তের সংখ্যা ৯৫ হাজারের বেশি। এমত অবস্থায় দেশে আক্রান্তের সংখ্যা ৫৮ লক্ষ ছুঁই ছুঁই। এদিকে যখন আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে ঠিক সে সময়ে দেশে জারি হয়েছে আনলক পর্যায়ের চতুর্থ ধাপ। সুতরাং এখন আরও বেশি সর্তকতা অবলম্বন করতে হবে ভারতবাসীদের। আর সেই কথাই পুনরায় স্মরণ করিয়ে দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগস্ট মাসেই জানিয়েছিলেন ‘দো গজ দূরি, মাস্ক জরুরি’। আর শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশবাসীদের সতর্কবার্তা দিয়ে জানালেন, ‘যব তক দাওয়াই নহি, তব তক ঢিলাই নহি।’ অর্থাৎ প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী যতক্ষণ না কোন ওষুধ অথবা প্রতিষেধক আসছে ততদিন কোনরকম ঢিলে মনোভাব নিয়ে চলা যাবে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন আবাস যোজনা প্রকল্প নিয়ে একটি ভার্চুয়াল বক্তৃতায় নতুন করে এই সতর্ক বার্তা দিলেন দেশবাসীদের উপলক্ষ্য করে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এদিন তাঁর বক্তৃতা রাখার সময় জানান, “মুঝে বিশ্বাস হ্যাঁ আপ ইয়াদ রাখেঙ্গে ইতনা হি নেহি, মেরি বাত মানেঙ্গে ভি। দেখিয়ে যব তক দাওয়াই নহি, তব তক ঢিলাই নহি। ইয়াদ রেহেগা যব তক দাওয়াই নহি, তব তক ঢিলাই নহি। দো গজ দূরি, মাস্ক হ্যা জরুরি। ইস মন্ত্র কো ভুল না নেহি হ্যা।”
প্রসঙ্গত ভারতে করোনা ভ্যাকসিন তৈরি নিয়ে অন্তত সাতটি সংস্থা তাদের গবেষণা চালাচ্ছে। তবে এর মধ্যেই অক্সফোর্ডের করোনার ভ্যাকসিনে এক স্বেচ্ছাসেবকের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ায় তার ট্রায়াল আপাতত বন্ধ করা হয়েছে। অন্যদিকে আবার ভালো খবর এসেছে ভারত বায়োটেকের করণা টিকা কোভ্যাক্সিন নিয়ে। তবে তা হলেও বর্তমান পরিস্থিতিতে ভারতের সংক্রমণ যে জায়গায় তাতে কোনো ভাবেই ঢিলেমি দেওয়া যাবে না বলে বার্তা প্রধানমন্ত্রীর।