নিজস্ব প্রতিবেদন : দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য FD অর্থাৎ ফিক্স ডিপোজিটের নতুন সুদের হার প্রকাশ করল। ফিক্স ডিপোজিটের জন্য নতুন সুদের হার প্রকাশ হওয়ার পরেই জানা গিয়েছে বেশ কিছু ক্ষেত্রে তারা তাদের ক্ষেত্রে কাটছাঁট করেছে। এই নতুন সুদের হার লাগু হয়েছে সেপ্টেম্বর মাসের ১০ তারিখ থেকে। তবে এই প্রথম নয়, এর আগেও রাষ্ট্রায়াত্ত এই ব্যাঙ্কের তরফ থেকে সুদের হারে কাটছাঁট করা হয়েছিল মে মাসে। তবে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ফিক্স ডিপোজিটের সুদের হার বাড়ানো হয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ নাগরিকদের ক্ষেত্রে স্বল্পমেয়াদী বেশকিছু ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে এই সুদের হার কমিয়েছে। লক্ষ্য করা গেছে বেশ কিছু ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে ২০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার কমানো হয়েছে। আর এক্ষেত্রে বর্তমানে যে সকল গ্রাহকরা নতুন ফিক্স ডিপোজিট করবেন অথবা পুরাতন ফিক্স ডিপোজিটের রিনুয়াল দেবেন তাদের ক্ষেত্রে নতুন সুদের হার লাগু হবে।
নতুন সুদের হার অনুযায়ী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে ৭ থেকে ৪৫ দিনের ক্ষেত্রে সুদ মিলবে ২.৯ শতাংশ।
ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে ৪৬ দিন থেকে শুরু করে ১৭৯ দিন পর্যন্ত সুদ পাওয়া যাবে ৩.৯ শতাংশ।
১৮০ দিন থেকে এক বছরের কম ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে গ্রাহকরা সুদ পাবেন ৪.৪ শতাংশ।
এক বছর থেকে দু বছরের কম সময়ের মধ্যে গ্রাহকরা ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে সুদ পাবেন ৪.৯ শতাংশ। এক্ষেত্রে আগে সুদের হার ছিল ৫.১ শতাংশ।
দু বছর থেকে তিন বছরের কম সময়ের মধ্যে ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৫.১ শতাংশ।
৩ বছর থেকে ৫ বছরের মধ্যে ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৫.৩ শতাংশ।
৫ বছর থেকে ১০ বছরের মধ্যে ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৫.৪ শতাংশ।
প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে ৫০ বেশি বেশি দেওয়ার কথা বলা হয়েছে ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে।
প্রবীণ নাগরিকরা ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে ৭ থেকে ৪৫ দিনের জন্য সুদ পাবেন ৩.৪ শতাংশ।
ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে ৪৭ দিন থেকে শুরু করে ১৭৯ দিন পর্যন্ত সুদ পাওয়া যাবে ৪.৪ শতাংশ।
১৮০ দিন থেকে এক বছরের কম ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে গ্রাহকরা সুদ পাবেন ৪.৯ শতাংশ।
এক বছর থেকে দু বছরের কম সময়ের মধ্যে গ্রাহকরা ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে সুদ পাবেন ৫.৪ শতাংশ।
দু বছর থেকে তিন বছরের কম সময়ের মধ্যে ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৫.৬ শতাংশ।
তিন বছর থেকে পাঁচ বছরের মধ্যে ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৫.৮ শতাংশ।
পাঁচ বছর থেকে দশ বছরের মধ্যে ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৬.২ শতাংশ।