তৃণমূল কর্মীর বাড়িতে ঝামেলা বিজেপি কর্মীদের, অ্যারেস্ট করানোর নির্দেশ অনুব্রত মণ্ডলের

Madhab Das

Updated on:

Advertisements

লাল্টু : দুবরাজপুর ব্লকের বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে সোমবার পদুমা পঞ্চায়েতের অন্তর্গত আরোয়া গ্ৰামে ২৭২ নম্বর বুথ কমিটির সদস্য মল্লিকা হাজরা তার বাড়িতে বিজেপি কর্মীরা ঝামেলা করে বলে অভিযোগ তোলেন। অভিযোগ তোলার পাশাপাশি তিনি ক্ষোভ প্রকাশও করেন।

Advertisements

তিনি বলেন, “লোকসভা নির্বাচনের পর তার বাড়িতে বোমা পড়ে, তার বাড়ি ভাঙচুর করা হয় এবং তার স্বামীকে পুলিশ নিয়ে যায়। এত কিছু ঘটার পরও উঁচু স্তরের নেতাদের জানিয়েও কোনো কাজ হয়নি। দলীয়ভাবে কোনো সাহায্য পাওয়া যায় নি।”

Advertisements

ওই তৃণমূল কর্মীর বাড়িতে ঝামেলা করার অভিযোগ যাঁদের বিরুদ্ধে তারা বিজেপি কর্মী বলে জানা যায় এলাকার তৃণমূল অঞ্চল সভাপতির মুখ থেকে। এই কথা শুনেই তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল মঞ্চ থেকে জেলা সরকারি আইনজীবী মলয় মুখার্জীকে নির্দেশ দেন অভিযুক্তদের অ্যারেস্ট করানোর।

Advertisements

সবশেষে অনুব্রত বুথ কর্মী মল্লিকা হাজরাকে বলেন, “আপনার কেস নম্বরটা অঞ্চল সভাপতি মুকুল বা ব্লক সভাপতি ভোলানাথের হাত দিয়ে আমার কাছে পাঠিয়ে দেবেন। আমি দেখছি।”

Advertisements