আপনার কাছাকাছি কোথায় রয়েছে Post Office, অনলাইনে জানার সহজ উপায়

Madhab Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : ডাকঘর বা Post Office, বিভিন্ন কাজে, বিভিন্ন সময় এর গুরুত্ব অনেকটাই বেড়ে যায়। আর হঠাৎ করে Post Office-এ কোন কাজের প্রয়োজন হলে ঠিকানা জানা না থাকলে খোঁজাখুঁজি করতে হয়। আর এই খোঁজাখুঁজির মত হয়রানি থেকে গ্রাহকের রক্ষা দিতে এবার ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে অনলাইনে আপনার নিকটবর্তী Post Office বা ডাকঘর খুঁজে বের করার পদ্ধতি আনা হলো।

Post Office-এর ঠিকানা খোঁজার পদ্ধতি

অনলাইনে নিকটবর্তী Post Office খোঁজার জন্য যেতে হবে ভারতীয় ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে (https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx)।

সেখানে হোম পেজের মধ্যেই রয়েছে ‘Locate Post Office’ নামে একটি অপশন। সেখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাওয়া হবে পরবর্তী পর্যায়ে।

পরবর্তী পর্যায়ে আপনার কাছ থেকে চাওয়া হবে আপনি কোন রাজ্যের Post Office খুঁজতে চাইছেন সেই রাজ্যের নাম।

ঠিক তার পরেই আপনার কাছ থেকে চাওয়া হবে নির্দিষ্ট রাজ্যের কোন জেলার পোস্ট অফিসের ঠিকানা আপনি পেতে চাইছেন। অর্থাৎ দিতে হবে জেলার নাম।

এর পর ক্যাপচা কোড দিয়ে সার্চ বটনে ক্লিক করলেই আপনার উল্লেখিত জেলায় কোন কোন ঠিকানায় Post Office রয়েছে তা জানিয়ে দেওয়া হবে।

এর পাশাপাশি আপনার কাছে যদি নির্দিষ্ট এলাকার পিনকোড থেকে থাকে তাহলে রাজ্য অথবা জেলা যাওয়ার কোনো প্রয়োজন নেই। সরাসরি পিন কোড দিয়ে এবং তারপর ক্যাপচা কোড দিয়ে জেনে নিতে পারবেন আপনার দেওয়া নির্দিষ্ট এলাকায় কোথায় কোথায় Post Office রয়েছে।