‘তৃণমূলের খেয়ে দেয়ে বিজেপিকে ভোট’, উন্নয়নের কাজ বন্ধ রাখার নিদান অনুব্রতর

Madhab Das

Updated on:

Advertisements

লাল্টু : তৃণমূলের বুথ ভিত্তিক কর্মীসভায় ফের বিতর্কিত নিদান বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। এবার হেরে থাকা এলাকায় উন্নয়নের কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। বললেন, ‘হেরে থাকা পাড়াতে পুরোপুরি কাজ বন্ধ রাখতে। দেখি বিজেপি কাজ করে দেয় কিনা।’

Advertisements

Advertisements

মঙ্গলবার দুবরাজপুরের রবীন্দ্র সদনে খয়রাশোলের বুথ ভিত্তিক কর্মীসভায় এমন বিতর্কিত নিদান দেখে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। নাকড়াকোন্দা গ্রাম পঞ্চায়েতের ৫৬ নম্বর বুথ সভাপতি চন্দ্রশেখর বাগদিকে অনুব্রত মণ্ডল এদিন জিজ্ঞাসা করেন ওই এলাকায় ভোটে তৃণমূলের পিছিয়ে থাকার কারণ কি?

Advertisements

সেই প্রশ্নের উত্তরে চন্দ্রশেখর বাগদি জানান, “আমরা বুঝতে পারলাম না কোথায় যে কি ভুল হয়ে গেল। একদম বুঝতে পারলাম না। ওরা আমাদের সঙ্গে থাকলো, খেলো, মিটিং করলো!”

সাথে সাথেই অনুব্রত মণ্ডল ওই বুথ সভাপতিকে জিজ্ঞাসা করেন, ‘কোন পাড়ার ভোট পাওনি?’

উত্তরে ওই বুথ সভাপতি জানান, ‘মুখার্জি পাড়ায়।’

আর একথা শুনেই বেজায় চটে যান অনুব্রত মণ্ডল। আর বলেন, “ওই পাড়াতে কাজটা পুরোপুরি বন্ধ রাখো। কোন কাজ করবে না। দেখি বিজেপি কাজ করে দেয় কিনা। উন্নয়ন করে দেয় কিনা। অন্যায় বলছি? দেখি দিল্লি থেকে কাজ করে দেয় কিনা খয়রাশোলে।”

Advertisements