SBI-এ অ্যাকাউন্ট আছে, বদলে গেল ATM থেকে টাকা তোলার নিয়ম

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশে দিনের পর দিন ATM এর ব্যবহার বাড়তে থাকার পাশাপাশি বেড়েছে কার্ড স্কিমিং, কার্ড ক্লোনিং-এর মত প্রতারণার ঘটনা। আর এই সকল ঘটনায় দেশের বহু মানুষকে প্রতারণার সম্মুখীন হতে হচ্ছে। এই জায়গায় যতটা সম্ভব লাগাম টানতে ATM থেকে টাকা তোলার নিয়ম বদল আনলো SBI।

Advertisements

চলতি বছর জানুয়ারি মাস থেকে SBI তাদের গ্রাহকদের ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন এক সুরক্ষা পদ্ধতি মোতায়েন করেছিল। যাতে করে বলা হয়েছিল যে রাত্রি ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত SBI এর কোন এটিএম থেকে গ্রাহকরা টাকা তুললে টাকা তোলার অঙ্ক ১০,০০০ টাকার বেশি হলেই OTP বাধ্যতামূলক। সেই OTP ছাড়া টাকা তোলা যাবে না। অর্থাৎ ব্যাঙ্কের তরফ থেকে OTP Based ATM Withdrawal আনা হয়।

Advertisements

SBI এর তরফ থেকে মঙ্গলবার জানানো হলো এই OTP Based ATM Withdrawal পদ্ধতি ২৪ ঘন্টার জন্য চালু হচ্ছে। অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে যেকোনো সময় ১০,০০০ টাকার বেশি ATM থেকে তোলা হলেই OTP বাধ্যতামূলক। আর এই OTP না দেওয়া হলে টাকা তোলা সম্ভব হবে না। আগামী ১৮ই সেপ্টেম্বর থেকে নতুন এই নিয়ম চালু হবে বলে জানা গিয়েছে।

Advertisements

এখন থেকে যে কোন সময় SBI ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে গ্রাহকদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে থাকা রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে। সেই OTP নির্দিষ্ট জায়গায় দিলে তবে টাকা উঠবে। দিনের পর দিন ঘটে চলা নানান প্রতারণামূলক ঘটনা ঠেকাতেই ব্যাঙ্কের তরফ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, দিন কয়েক আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে আরও একটি নিয়ম আনা হয়েছে। যে নিয়ম অনুসারে গ্রাহকরা ATM কাউন্টারে ব্যালেন্স অথবা মিনি স্টেটমেন্ট দেখলেই গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি করে সর্তকতা ম্যাসেজ আসবে। যে ম্যাসেজে গ্রাহকদের সতর্ক করা হবে তার ATM কার্ড ব্যবহার করা হচ্ছে বলে।

Advertisements