লাল্টু : গত লোকসভা নির্বাচনে বীরভূমের হযরতপুর পঞ্চায়েতের রসা গ্রামের ৪১ নম্বর বুথে বিজেপি ভোট পেয়েছে ৮০০টি। আর সেই জায়গায় তৃণমূল ভোট পেয়েছে মাত্র ১০০টি। আর এই ভোটের ফলাফল শুনে বেজায় চটে যান বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ওই এলাকার বুথ সভাপতির ছবি তুলে রাখা দরকার বলে ব্যঙ্গ করতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে।
দুবরাজপুরে মঙ্গলবার তৃণমূলের কর্মী সভায় চলাকালীন এমন ঘটনা নজরে আসে। যার পরেই অনুব্রত মণ্ডল ওই অঞ্চলের বুথ সভাপতি সুবোধ হাজরাকে মঞ্চ থেকে অপসারণের নির্দেশ দেন।
সুবোধ হাজরা নামে ওই বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ এলাকার মানুষ এবং কর্মীদের সাথে কোনরকম যোগাযোগ রাখতেন না। লোকসভা নির্বাচনে যেটুকু ভোট এসেছে ওই নির্দিষ্ট বুথে সেই ভোটের ৫০ জনই তৃণমূল কর্মী এবং বাকিরা তাদের পরিবারের লোকজন বলে জানা যায়।
সুবোধ হাজরাকে বুথ সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি এদিন কর্মীসভায় চলাকালীনই অনুব্রত মণ্ডল ওই বুথের সভাপতি হিসাবে অমিতাভ ডোম নামে এক তৃণমূল কর্মীকে নিযুক্ত করেন।