নিজস্ব প্রতিবেদন : জাতীয় টেলিভিশনে ২০১৯ সালে মাত্র ৯ বছরে বর্ধমানের খুদে গায়িকা প্রীতি ভট্টাচার্য সুপারস্টার সিঙ্গারে বিজয়ী হয়ে বাংলার নামকে নতুন করে তুলে ধরেছিল দেশের সামনে। যেদিন এই খুদের জয় পুনরায় বাংলার জয় জয়কার ধ্বনিতে মুখরিত হয়েছিল গোটা দেশ। আর সেই খুদের গান আবারও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
গতবছরের সুপারস্টার সিঙ্গারের সেই সকল ভিডিও পুনরায় আপলোড হয়েছে প্রীতি ভট্টাচার্যের ফেসবুক প্রোফাইল থেকে। আর সেই সকল গানগুলি আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করেছে হু হু করে। প্রীতির গলায় অনুষ্ঠান মঞ্চে গাওয়া ‘তুমসে মিলনে কো দিল কারতা হে’ গানটি শুনে ফের একবার মুখরিত সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা।
সুপারস্টার সিঙ্গার-এর প্রথম সিজনের চূড়ান্ত পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোট ছয়জন খুদে শিল্পী। যাদের মধ্যে ছিলেন প্রীতি ভট্টাচার্য, চৈতন্য দেবদা, হরশিত নাথ, স্নেহা শঙ্কর, অঙ্কনা মুখোপাধ্যায় ও নিষ্ঠা শর্মা। আর এই চূড়ান্ত পর্যায়ে বিচারকদের আসলে ছিলেন অলকা ইয়াগনিক, হিমেশ রেশমিয়া এবং জাভেদ আলি। আর মঞ্চে প্রতিবার প্রীতির অসাধারণ পারফরম্যান্স প্রথম থেকেই নজর কেড়েছিল বিচারকদের। বিচারকদের নজর করার পাশাপাশি দর্শকদের মধ্যেও আলাদা সাড়া ফেলেছিল বাংলার এই মেয়ে।