নিজস্ব প্রতিবেদন : উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। যে নিম্নচাপের প্রভাবে টানা চার দিন রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ সবথেকে বেশি থাকবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গেও।
হাওয়া অফিসের তরফ থেকে সর্তকতা জারি মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি এই নিম্নচাপের পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আগাম সতর্ক থাকতে বলা হয়েছে।
হাওয়া অফিসের তরফ থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া এই নিম্নচাপ সম্পর্কে আগেই বার্তা দেওয়া হয়েছিল। আর রবিবার হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী জানানো হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে রবিবার থেকে আগামী বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, মালদহ, দুই দিনাজপুরে রবিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে এই সকল জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস রয়েছে।
♦ The Low Pressure Area over Northeast Bay of Bengal and neighborhood with the associated cyclonic circulation extending upto 7.6 km above mean sea level tilting southwestwards with height persists. It is very likely to move west-northwestwards during next 2-3 days
— India Met. Dept. (@Indiametdept) September 20, 2020
অন্যদিকে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় রবিবার থেকে বৃষ্টি শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম, কলকাতা, মুর্শিদাবাদের মত জেলাগুলিতেও। তবে যে সকল জেলায় বৃষ্টির পরিমাণ কম থাকবে সেখানে আদ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি বাড়বে। অন্যদিকে উপকূলবর্তী জেলাগুলিতে হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে।