২০০০ টাকার নোট নিয়ে দেশজুড়ে জল্পনা, খোলসা করলো কেন্দ্র

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নোটবন্দি থেকে শুরু করে ২০০০ টাকার নোট নিয়ে দেশজুড়ে জল্পনার শেষ নেই। প্রথমদিকে এই নোট সম্পর্কে অবাস্তব বেশ কিছু দাবি করা হচ্ছিল। পরে দেখা যায় সেগুলি কেবলই জল্পনা। এরপর আবার চলতি বছর আরও বেশ কয়েকটি জল্পনা ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়া থেকে অন্যান্য মাধ্যমে। আর এই সকল জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললো কেন্দ্র।

Advertisements

জন্মলগ্ন থেকে নানান জল্পনার কেন্দ্রে থাকা এই ২০০০ টাকার নোট নিয়ে চলতি বছর সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে কেন্দ্র নাকি ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছে। শুধু এই অঙ্কের নোট ছাপানো বন্ধ করে দিয়েছে এমনটা নয়। এই নোট নাকি কেন্দ্র সরকার তুলে দিচ্ছে এমন গুজবও ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর শেষমেষ বিষয়টি খোলাসা করলো কেন্দ্র সরকার।

Advertisements

২০১৯-২০ বার্ষিক রিপোর্টে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে এই আর্থিক বর্ষে ২০০০ টাকার নোট ছাপানো হয় নি। আর এর পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ২০০০ টাকার এই নোট ছাপানোর সংখ্যা কমিয়ে দেওয়া হলেও এখনই এই নোট ছাপানো সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার মতো কোনো রকম সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র সরকার।

Advertisements

এই ২০০০ টাকার নোট সম্পর্কে লোকসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, পরপর দুটি অর্থবর্ষ ২০১৯-২০ এবং ২০২০-২১ এ ২০০০ টাকার নোট ছাপানোর বিষয়ে কোনো বরাত দেওয়া হয়নি। তবে ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া নিয়ে কোনো রকম সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র সরকার।

এর পাশাপাশি এদিন অনুরাগ ঠাকুর জানিয়েছেন, “করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ রাখা হয়েছে। তবে পরে ধাপে ধাপে তা আবার চালু করা হবে।”

প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী বাজারে ৩৩,৬৩২ লাখ ২০০০ টাকার নোট ছিল ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত। ২০১৯ সালের মার্চ মাসে সেই নোটের সংখ্যা দাঁড়ায় ৩২,৯১০ লাখ। অর্থাৎ কমে যায় নোটের সংখ্যা। ২০২০ সালের মার্চ মাসের শেষে এই ২০০০ টাকার নোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৭,৩৯৮ লাখে। সুতরাং বাজারে ২০০০ টাকার নোটের সংখ্যা কমেছে কয়েক লক্ষ।

Advertisements