আইপিএল শুরু হতে না হতেই বিতর্ক, আঙ্গুল উঠলো আম্পায়ারের সিদ্ধান্ত ঘিরে

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একের পর এক বাধা কাটিয়ে অবশেষে ১৯শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বিশ্বের সবথেকে দামি ক্রিকেট লিগ আইপিএল। আর চলতি বছর সবেমাত্র দুটি ম্যাচ হয়েছে। আর দুটি ম্যাচ হতে না হতেই শুরু হয়ে গেল বিতর্ক। মূলত গত রবিবারের দিল্লি ক্যাপিটালস বনাম কিংস ইলেভেন পাঞ্জাবের রুদ্ধশ্বাস ঘিরে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সূত্রপাত।

Advertisements

গতকালকের দিল্লি ক্যাপিটালস বনাম কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ গড়ায় সুপার ওভার পর্যন্ত। যা এবারের আইপিএলে প্রথম সুপার ওভার এবং দ্বিতীয় ম্যাচেই এই সুপার ওভার দেখা গেল। সুপার ওভারের শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের পকেটে পুড়ে দিল্লি ক্যাপিটালস। কিন্তু ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়েছে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ইরফান পাঠান থেকে শুরু করে বীরেন্দ্র সেহবাগ কিংস ইলেভেন পাঞ্জাবের এক রান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

Advertisements

Advertisements

কিংস ইলেভেন পাঞ্জাব ১৫৮ রানের টার্গেট নিয়ে মাঠে নামার পর একের পর এক উইকেট খুইয়ে একসময় কোণঠাসা হয়ে পড়ে। যদিও পরে ম্যাচে প্রত্যাবর্তন হয় তাদের। আর সেই ম্যাচে গড়ায় সুপার ওভার পর্যন্ত। কিন্তু মূল ইনিংসে কিংস ইলেভেন পাঞ্জাবকে এক রান না দেওয়া নিয়ে প্রশ্ন ইরফান পাঠান, বীরেন্দ্র সেহবাগ, স্কট স্টাইরিসের মত ক্রিকেট তারকাদের। একই প্রশ্ন কিংস ইলেভেন পাঞ্জাবের অনুরাগীদেরও।

গতরাতে এই রুদ্ধশ্বাস ম্যাচে ১৮.৩ ওভারে কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যান ময়াঙ্ক আগরওয়াল লং অনে বল ঠেলে দু’রান নেন। কিন্তু আম্পায়ার নীতিন মেনন নন স্ট্রাইকিং এন্ড থেকে স্ট্রাইকিং এন্ডে ঢোকার সময় ক্রিস জর্ডনের ব্যাট নাকি পপিং ক্রিজের লাইন স্পর্শ করেনি এই যুক্তিতে কিংস ইলেভেনকে ‘ওয়ান রান শর্ট’ দেন। আর এই ‘ওয়ান রান শর্ট’ নিয়েই বিতর্ক সোশ্যাল মিডিয়ায়।

কারণ পরে টিভি রিপ্লেতে দেখা যায় জর্ডন পুরো রান নিয়েছিলেন। এই এক রানই কিংস ইলেভেন পাঞ্জাব এর জন্য গত ম্যাচে কাল হয়ে দাঁড়ায়। কিংস ইলেভেন পাঞ্জাবের সমর্থকদের দাবি, ওই একটি রান কিংস ইলেভেন পাঞ্জাবের খাতায় জমা হলে এই ম্যাচ সুপার ওভার পর্যন্ত গড়াতোই না। যার পরেই আম্পায়ার নীতিন মেননের এই সিদ্ধান্তের সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়া জুড়ে। আম্পায়ারের এই সিদ্ধান্তের সমালোচনা করেন সমালোচনা করেন ইরফান পাঠান, স্কট স্টাইরিস, বীরেন্দ্র সেহওয়াগের মতো প্রাক্তন ক্রিকেটাররাও।

Advertisements