রাজ্য পূর্ত দপ্তরের সড়ক পরিণত হয়েছে নরক যন্ত্রণায়

Madhab Das

Updated on:

Advertisements

লাল্টু : দুবরাজপুর শহরের সব থেকে গুরুত্বপূর্ণ সড়ক, যে সড়ক ব্যবহার করে রোগীদের স্থানীয় হাসপাতালে যেতে হয়, যে সড়ক ব্যবহার করে এলাকার এবং অন্যান্য এলাকা থেকে কলেজ পড়ুয়াদের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে যেতে হয়, যে রাস্তার উপর দিয়ে যেতে হয় স্কুলপড়ুয়াদের, সেই রাস্তার বেহাল দশা দীর্ঘ কয়েক মাস ধরে। শুধু বেহাল দশা নয়, এই রাস্তার বেহাল দশার দরুন ইতিমধ্যেই বেশ কতকগুলি দুর্ঘটনা ঘটে গেছে। আর স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তা মেরামতের দাবি জানানো হলেও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের।

Advertisements

দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের সামনে এই যে রাস্তার কথা বলা হচ্ছে সেই রাস্তাটির দেখভালের দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পূর্ত দপ্তর। দুবরাজপুরের কামারশাল মোড় অর্থাৎ ৬০ নম্বর জাতীয় সড়ক থেকে এই রাস্তার বেহাল দশা। রাস্তাটি পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কে মিসেছে। দুবরাজপুর শহরকে যানজট মুক্ত রাখতে এই রাস্তাটি ব্যবহার করা হয়। আসানসোল কিংবা খয়রাশোল দিক থেকে আসা গাড়িগুলিকে দুবরাজপুর কামারশাল মোড় থেকে হেতমপুর দিকে পাঠানো হয়। যেকারণে এই গ্রামীণ হাসপাতালে রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।

Advertisements

রাস্তার অবস্থা এতটাই খারাপ যে রোগীদের হাসপাতাল নিয়ে যেতে হিমসিম খেতে হয় চালকদের। রোগী নিয়ে যাওয়ার সময় বেশ কয়েকবার দুর্ঘটনাও ঘটেছে। এর পাশাপাশি রাস্তা খারাপের কারণে বিভিন্ন সময় গাড়ির যন্ত্রাংশ ভেঙে গিয়ে গাড়ি বিকল হয়ে যায়। আর গাড়ি বিকল হয়ে পড়ার কারণে যানজটের সৃষ্টি হয়ে থাকে এলাকায়। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চলার কারণে সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা থেকে শুরু করে স্থানীয় দোকানদাররা।

Advertisements

এলাকাবাসীদের অভিযোগ, এই রাস্তায় পিচ বলে কিছু নেই। যেন গোটা রাস্তাটাই পুকুরে পরিণত হয়েছে। এমনকি মাছ চাষ করলে তাও হবে। হাসপাতাল যাওয়ার একমাত্র রাস্তাটি অবিলম্বে মেরামতি করার দাবি জানিয়েছেন তারা। তাদের দাবি, এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করুক প্রশাসন।

Advertisements