মধ্যবিত্তদের হাতের নাগালে থাকতে পারে Reliance Jio-র অ্যান্ড্রয়েড ফোনের দাম

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুকেশ আম্বানির সংস্থা Reliance Jio ভারতকে ডিজিটাল ইন্ডিয়াতে পরিণত করার অন্যতম কারিগর, এমনটাই মনে করছেন টেলি বিশেষজ্ঞরা। কারণ হিসেবে তারা জানিয়েছেন, Jio আসার আগে অন্যান্য টেলিকম সংস্থাগুলির ডেটা মূল্য যা ছিল তা বেশিরভাগ মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে ছিল। এছাড়াও ৪জি নেটওয়ার্ক তারাই প্রথম ভারতে আনে।

Advertisements

Advertisements

আর ভারতের টেলিকম জগতে বিপ্লব ঘটানোর পর একের পর এক অফার দিয়ে মুকেশ আম্বানির সংস্থা Reliance Jio দেশের কোটি কোটি গ্রাহকদের নিজেদের পকেটে পুরে বর্তমানে ভারতের সর্ববৃহৎ টেলিকম সংস্থাকে পরিণত হয়েছে। এসবের পাশাপাশি এবার এই সংস্থা আরও গ্রাহক সংখ্যা বাড়াতে Google সাথে চুক্তি করে স্বল্প দামে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনছে। আর এই ঘোষণা তারা বেশ কয়েকদিন আগেই করে দিয়েছে। যার পরেই দেশের কোটি কোটি মানুষ কেমন হবে এই স্মার্টফোন এবং এর দামই বা কত হবে তা জানতে মুখিয়ে রয়েছেন।

Advertisements

তবে এখনই এই স্মার্টফোনের ফিচার এবং দাম সম্পর্কে সংস্থার তরফ থেকে কিছু জানানো না হলেও Bloomberg এর রিপোর্ট থেকে বেশ কিছু তথ্য বেরিয়ে এসেছে। যে তথ্যগুলির মধ্যে অন্যতম হলো মুকেশ আম্বানির সংস্থা প্রোডাকশন সংস্থাকে দু’বছরের মধ্যে ২০ কোটি স্মার্টফোন বানানোর লক্ষ্যমাত্রা দিয়েছে। পাশাপাশি Bloomberg রিপোর্টে বলা হয়েছে এই স্মার্টফোনের দাম শুরু হতে পারে ৫৪ মার্কিন ডলারের কাছাকাছি থেকে। অর্থাৎ Jio এবং Google এর যৌথ উদ্যোগে যে স্মার্টফোনগুলি আসতে চলেছে তাদের দাম ভারতীয় মুদ্রায় ৪০০০ টাকার কিছু কম থেকেই শুরু হতে পারে।

এর পাশাপাশি Bloomberg এর রিপোর্টে এটাও জানানো হয়েছে যে, বাজারে Jio-র অ্যান্ড্রয়েড ফোন আসার পাশাপাশি জিও ফোনগুলির আপডেট ভার্সনও আসতে চলেছে খুব শীঘ্রই। বাজারে নতুন যে অ্যান্ড্রয়েড ফোনগুলি আসবে সেগুলি মেক ইন ইন্ডিয়ার স্মার্টফোন হবে বলেও জানানো হয়েছে ওই রিপোর্টে।

Advertisements