নিজস্ব প্রতিবেদন : Aadhaar বর্তমানে ভারতীয় নাগরিকদের কাছে অত্যাবশ্যকীয় এবং গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে। Aadhaar ছাড়া সরকারি প্রকল্পে ভর্তুকি থেকে বঞ্চিত হন নাগরিকরা। তবে এই আধারের ক্ষেত্রে লক্ষ্য করা যায় অজস্র গ্রাহকদের তথ্য ভুল রয়েছে। যা সংশোধন করা খুবই জরুরি।
আর এই সংশোধন অথবা নতুন করে নথিভুক্তির কাজ যে সকল জায়গায় হয়ে থাকে যেমন পোস্ট অফিস, ব্যাঙ্ক ইত্যাদি কেন্দ্রগুলিতে করোনা প্রকোপের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছিল। সেই জায়গায় নতুন করে সুখবর মিলেছে যে ফের রাজ্যের পোস্ট অফিস অর্থাৎ ডাকঘরগুলিতে আধার সংশোধন এবং নতুন নথিভূক্তি কাজ খুব শিঘ্রই চালু হতে চলেছে।
রাজ্যের ১১১৬টি ডাকঘরে আগামী শুক্রবার থেকেই এই কাজ শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। এবিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে সম্মতি পেয়েছে Aadhaar কর্তৃপক্ষ। রাজ্যের সম্মতি পেয়ে আধারের কাজে গতি আনতে আধার কর্তৃপক্ষ উঠে পড়ে লেগেছে।
বীরভূমের সিউড়ি মহকুমা মুখ্য ডাকঘরের আধিকারিক অনন্ত পাল জানিয়েছেন, “আধার সংশোধন এবং নতুন করে নথিভূক্তি করার জন্য জোর কদমে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে আগামী সোমবারের মধ্যেই আমরা আমাদের ডাকঘরে এই কাজ শুরু করে দিতে পারবো।”
লকডাউন চলাকালীন আধার সংশোধন নিয়ে গ্রাহকদের বিপুল সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পে Aadhaar বাধ্যতামূলক হলেও সংশোধন এবং নথিভুক্তির কাজ বন্ধ ছিল। কেবল মাত্র হাতে গোনা কয়েকটি আধার কেন্দ্রের সকল সংশোধন ও নথিভুক্তির কাজ করা হচ্ছিল। সেই জায়গায় এবার রাজ্যের ডাকঘরগুলিতে সংশোধন এবং নথিভুক্তির কাজ শুরু হলে সমস্যা থেকে রেহাই পাবেন গ্রাহকরা বলেই মনে করা হচ্ছে।