রাজ্যের জন্য আরও ৫টি স্পেশাল ট্রেনের অনুমোদন দিলো রেল, রইলো তালিকা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পুজোর মরশুম এবং যাত্রী চাহিদার কথা মাথায় রেখে পূর্ব রেলের তরফ থেকে ভারতীয় রেল বোর্ডকে একটি চিঠি দেওয়া হয়েছিল। যে চিঠিতে অনুমতি চাওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে ১৩টি রুটে ১৩টি ট্রেন চালানোর বিষয়ে। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছিল যে, উৎসবের মরসুমে এই ১৩টি ট্রেন চালানো হলে রেলের মাসে আয় হবে ২৩ কোটি টাকা।

Advertisements

Advertisements

আর এই চিঠি পেয়ে ভারতীয় রেল বোর্ড পাঁচটি স্পেশাল ট্রেন চালানোর অনুমোদন দিল। সূত্র মারফত জানা গিয়েছে এই পাঁচটি স্পেশাল ট্রেন চালু হয়ে যাবে আগামী ১লা অক্টোবর থেকেই। পূর্ব রেলের তরফ থেকে যে সকল রুটে নতুন করে ট্রেন চালানোর জন্য অনুমতি চেয়েছিল সেগুলির মধ্যে অন্যতম ছিল শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস, দার্জিলিং মেইল এবং সরাইঘাট এক্সপ্রেস।

Advertisements

তবে রেল বোর্ডের তরফ থেকে যে পাঁচটি রুটে নতুন করে স্পেশাল ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়েছে সেই পাঁচটি রুট সম্পর্কে যা জানা গিয়েছে তা হল শিয়ালদহ-দিল্লি, হাওড়া-গুয়াহাটি, হাওড়া-জামালপুর এবং মালদহ-নয়া দিল্লি রুটে দুটি ট্রেন। এই সকল রুটগুলিতে যাত্রী চাহিদা ব্যাপক থাকায় আপাতত স্পেশাল ট্রেন চালু হবে বলে জানা গিয়েছে।

ট্রেন নম্বর ও রুট

০২৩৪৫/০২৩৪৬ : হাওড়া থেকে গুয়াহাটি সুপারফাস্ট স্পেশাল।

০৩৪১৩/০৩৪১৪ : মালদা থেকে নয়া দিল্লি ভায়া সুলতানপুর। এই স্পেশাল ট্রেনটি চলবে সপ্তাহে তিন দিন।

০৩৪৮৩/০৩৪৮৪ : মালদা থেকে নয়া দিল্লি ভায়া ফাইজাবাদ। এই স্পেশাল ট্রেনটি চলবে সপ্তাহে চার দিন।

০২৩১৩/০২৩১৪ : শিয়ালদা থেকে নিউ দিল্লি এসি স্পেশাল।

০৩০৭১/০৩০৭২ : হাওড়া থেকে জামালপুর স্পেশাল।

Advertisements