ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করে পাননি, অনলাইনে জানুন কার্ডের স্ট্যাটাস

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ডিজিটাল রেশন কার্ডের (Digital Ration Card) গুরুত্ব অপরিসীম। এই কার্ডের মাধ্যমে যেমন বিনামূল্যে অথবা ভর্তুকিতে রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী পাওয়া যায় ঠিক তেমনি এই রেশন কার্ড আগামী দিনে পরিচয়পত্র হিসাবে গণ্য হবে বলেও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই রেশন কার্ডের গুরুত্ব কতটা অপরিসীম তা সব থেকে বেশি টের পাওয়া গিয়েছিল লকডাউন চলাকালীন। কারণ লকডাউন চলাকালীন কোটি কোটি মানুষ ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়েছেন।

Advertisements

Advertisements

তবে রাজ্যের লক্ষ লক্ষ গ্রাহকদের অভিযোগ তারা বার বার আবেদন করা সত্ত্বেও ডিজিটাল রেশন কার্ড পাচ্ছেন না। কিন্তু কেন পাচ্ছেন না? অথবা তাদের ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন বর্তমানে কোন পরিস্থিতিতে রয়েছে? এই সমস্ত খুঁটিনাটি এবার অনলাইনে জানার ব্যবস্থাপনা (স্ট্যাটাস) নিয়ে এলো রাজ্য খাদ্য দপ্তর।

Advertisements

ডিজিটাল রেশন কার্ডের আবেদনের জন্য দুই বিভাগে ৮ ধরণের ফর্ম রয়েছে, ‘U’ ফর্ম পৌর এলাকার জন্য এবং ‘R’ ফর্ম পঞ্চায়েত এলাকার জন্য।

ফর্ম নম্বর III : পরিবারের সদস্যকে ভর্তুকিযুক্ত খাদ্য প্রাপকের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য।

ফর্ম নম্বর IV : পরিবারের কোনো নতুন সদস্যদের নাম নথিভুক্তি করার জন্য।

ফর্ম নম্বর V : রেশন কার্ডে নিজের নাম বা ঠিকানার ভুল সংশোধন করার জন্য।

ফর্ম নম্বর VI : রেশন ডিলার পরিবর্তন করার জন্য।

ফর্ম নম্বর VII : পরিবারের কোনো সদস্যের (মৃত) কার্ড বাতিল করার জন্য।

ফর্ম নম্বর VIII : রেশন কার্ড RKSY-I থেকে RKSY-II এ পরিবর্তন করার জন্য। (যাদের পূর্বে BPL/AAY কার্ড ছিল)।

ফর্ম নম্বর IX : ডুপ্লিকেট কার্ড অর্থাৎ হারিয়ে বা নষ্ট হয়ে গেলে তা পুনরায় বের করার জন্য।

এর পাশাপাশি অন্যান্যরাও ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে তাদের X নম্বর ফর্ম ফিলাপ করতে হবে অথবা অনলাইনে খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।

আর এই সকল সমস্ত নিয়ম মেনে আবেদন করার পর আপনার ডিজিটাল রেশন কার্ডের আবেদনের স্ট্যাটাস অর্থাৎ বর্তমান স্থিতি জানার জন্য উপভোক্তাদের যেতে হবে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে (https://wbpds.gov.in/)।

যেখানে মেনুর মধ্যে রয়েছে ‘CITIZEN’ বিকল্প। সেই বিকল্পে ক্লিক করে ‘Check Ration Card Application Status’ বিকল্প বেছে নিতে হবে।

এখন আবেদন করা রেশন কার্ডের স্ট্যাটাস জানার জন্য উপভোক্তাকে বেছে নিতে হবে কোন ফর্মের মাধ্যমে তিনি আবেদন করেছেন। অর্থাৎ তাকে জানাতে হবে কিসের জন্য আবেদন করেছেন। বেছে নিতে হবে III, IV, V, VI, VII, VIII, IX অথবা X নম্বরের মধ্যে যে ফর্মটিতে তিনি আবেদন করেছেন সেই ফর্মটি।

এরপর আপনাকে নির্দিষ্ট জায়গায় দিতে হবে ১৬ ডিজিটের ‘Application Number’। তারপর ‘Search’ বটনে ক্লিক করতে হবে।

যার পরেই অনলাইনে রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে উপভোক্তার আবেদন করা রেশন কার্ডের স্ট্যাটাস জানিয়ে দেওয়া হবে।

Advertisements