একনাগাড়ে বৃষ্টি, দেওয়াল চাপা পড়ে মৃত দম্পতির

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অন্যান্য বছরের তুলনায় চলতি বছর বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি। বারংবার নিম্নচাপের দরুণ একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে রাজ্যজুড়ে। আর এই অতিরিক্ত বৃষ্টির প্রতিফলন হিসেবে যেমন ক্ষতির সম্মুখীন চাষাবাদ, ঠিক তেমনি বহু দুঃস্থ দরিদ্র মানুষদের কাঁচা বাড়ির দেওয়াল দুর্বল হয়ে পড়েছে। আর এই দুর্বল দেওয়ালের প্রতিফলন স্বরূপ পুরো বাড়ি ভেঙ্গে দেওয়ার চাপা পড়ে মৃত্যু হল বীরভূমের রাজনগরের এক দম্পতির।

Advertisements

রাজনগরের নতুনগ্রামের ওই দম্পতি ঘুমন্ত অবস্থায় দেওয়াল চাপা পড়ে মারা যান শুক্রবার রাত ১০:৩০ টা নাগাদ। মৃতরা হলেন পরান কোঁড়া (৫৮) ও বিজারী কোঁড়া (৫৩)। আর এই দুর্ঘটনার জেরে ওই দম্পতির মৃত্যু হলেও বরাতজোরে বেঁচে যান পরিবারের অন্যান্য সদস্যরা।

Advertisements

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে বাড়িটি ভেঙে পড়েছে সেই কাঁচা বাড়িতে থাকতেন ওই দম্পতি। আর ওই বাড়ির পাশেই তার ছেলের পরিবার থাকে। অন্যান্য দিন নাতি-নাতনিরা ঠাকুরমা ঠাকুরদার সাথে রাতে ঘুমায়। তবে গতকাল প্রচন্ড বৃষ্টির কারণে তাদের সাথে শোয়নি ওই খুদেরা।

Advertisements

গতকাল রাতে দুর্ঘটনার সময় বাড়িটি এমনভাবে ভেঙে পড়েছে যে বাড়ির কোন অংশ বর্তমানে দাঁড়িয়ে নেই। আর এমন মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকার অন্যান্য বাসিন্দারা যাদের মাটির বাড়ি রয়েছে তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।

এর পাশাপাশি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গ্রামের নতুন রাস্তা তৈরি হওয়ায় আগেকার দিনের কাঁচা বাড়িগুলি নিচু হয়ে পড়েছে। যে কারণে নিকাশি জল বয়ে যাওয়ার ফলেও ক্ষতির সম্মুখীন হচ্ছে কাঁচা বাড়িগুলি। ইতিমধ্যেই আরও বেশ কিছু কাঁচা বাড়ির দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনার পর ওই দম্পতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisements