ডিজিটাল রেশন কার্ডের সাথে Aadhaar লিঙ্কের সঠিক পদ্ধতি

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : উপভোক্তাদের রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করার জন্য যেমন ডিজিটাল রেশন কার্ড বাধ্যতামূলক ঠিক তেমনি ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক বাধ্যতামূলক হতে চলেছে। কেন্দ্র সরকারের তরফ থেকে শেষ নির্দেশিকা অনুযায়ী ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার অন্তিম দিন হলো ৩০ সেপ্টেম্বর। কিন্তু কিভাবে এই ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করবেন?

Advertisements

Advertisements

আর এই ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক নিয়ে কেন্দ্র সরকারের আরও একটি লক্ষ্য রয়েছে। যা হলো ‘এক দেশ এক রেশন ব্যবস্থা’ চালু করার। দেশজুড়ে এই ব্যবস্থা আগামী বছর জুন মাসের মধ্যেই সম্পূর্ণ করতে চাইছে মোদী সরকার। আর এই প্রকল্পের আওতায় এই আধার লিঙ্ক করতে বলা হচ্ছে। আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক না থাকলে রেশন থেকে খাদ্য সামগ্রী তোলা যাবে। তবে তারপর আর তোলা যাবে না। যদিও কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, আধার নম্বর না থাকলে কোন উপভোক্তাকে রেশন থেকে বঞ্চিতও করা যাবে না।

Advertisements

ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার সঠিক পদ্ধতি

ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার পদ্ধতি নিয়ে দিন কয়েক ধরেই বেশ কতকগুলি ভুলভ্রান্তি লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন মাধ্যমে। এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য এটাই যে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের অনলাইনে ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার কোন ব্যবস্থা নেই। পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে ডিজিটাল রেশন কার্ডের সাথে অনলাইনে আধার লিঙ্ক করার ব্যবস্থা এখনও পর্যন্ত আনা হয়নি। অন্যদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে আধারের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করা যায় বলে তাও ভুল।

কারণ, ১) আপনি যখন ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করাতে চাইছেন তখন তা কখনোই আধারের অফিশিয়াল ওয়েবসাইট থেকে হবে না। আপনাকে অবশ্যই তা করতে হবে খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট থেকে। যেমনটা প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য প্যান কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে করতে হয়। UIDAI এর হেল্পলাইন নম্বর থেকে এমনটাই জানানো হয়েছে।

২) আধারের অফিশিয়াল ওয়েবসাইটে স্পষ্ট করে লেখা রয়েছে ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য PDS শপে আধারের প্রতিলিপি এবং রেশন কার্ডের প্রতিলিপি জমা দিতে। তারপর তারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যাচাই করবেন আধার সঠিক কিনা। এরপর ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক হবে।

এখন প্রশ্ন হলো কিভাবে ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করা যাবে?

এর জন্য অবশ্যই উপভোক্তাদের প্রক্রিয়াটি অফলাইনে সম্পন্ন করতে হবে। আর অফলাইনে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিকটবর্তী রেশন দোকান অথবা নিকটবর্তী খাদ্য দপ্তরের অফিসে গিয়ে প্রয়োজনীয় আধার, ডিজিটাল রেশন কার্ডের প্রতিলিপি সহ অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

Advertisements