ফেসবুকের CoupleChallenge নিয়ে সতর্ক করলো পুলিশ

Sangita Chowdhury

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অনেক কিছু ট্রেন্ড চালু হয় আর আজকালকার প্রজন্ম এই ট্রেন্ডকে ভীষণভাবে উপভোগ করেন। সম্প্রতি একটি ট্রেন্ড চালু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার নাম Couple Challenge। এই Couple Challenge এর পাশাপাশি রয়েছে আরও কতকগুলি চ্যালেঞ্জ। তবে এই সকল চ্যালেঞ্জ নিয়ে এবার সতর্ক করলো পুলিশ।

Advertisements

অনেকেই নিজেদের পার্টনারের সাথে ছবি দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় আর সাথে থাকছে এই হ্যাশট্যাগ। কিন্তু এই ট্রেন্ড ফলো করে মানুষ আসলে নিজের অজান্তেই বিপদ ডেকে আনছেন। এরকমটাই দাবি করছেন সাইবার বিশেষজ্ঞরা ও পুনে পুলিশ।

Advertisements

সোশ্যাল মিডিয়া থেকে মানুষের ব্যক্তিগত ছবি কালেক্ট করে এর আগেও অনেক অসৎ মানুষ নিজেদের অসৎ উদ্দেশ্য পূরণ করেছেন। এর ফলে বহু মানুষকে হেনস্থার শিকার হতে হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে ছবি কালেক্ট করে নানা রকম আধুনিক প্রযুক্তির ব্যবহার করে তাকে এমন ভাবে বিকৃত করে তোলা হয়েছে, যার ফলে ছবিটি যার তিনি কোন অপরাধ না করেই অপমানিত হয়েছেন, হেনস্থার শিকার হয়েছেন। সোশ্যাল মিডিয়া যেহেতু একটা পাবলিক প্লাটফর্ম, তাই এখানে কোন কিছু করবার আগে ‘ভাবিয়া করিও কাজ’ আপ্ত বাক্যটি মাথায় রেখে এগোনোই ভালো না হলে পরবর্তীকালে পস্তাতে হতে পারে।

Advertisements

সাইবার বিশেষজ্ঞদের মতে, সব কিছুরই ভালোর পাশাপাশি একটা খারাপ দিক রয়ে যায়। ঠিক সেই রকম ভাবেই নিজের পার্টনারের সাথে ছবি দিচ্ছেন যে মানুষেরা, তাদের সেই ছবিগুলিকে সাইবারের অপরাধীরা নানারকম অসৎ কাজে ব্যবহার করতে পারে। কারণ সোশ্যাল মিডিয়াতে কোন পোস্টের দর্শকের জায়গায় পাবলিক কথাটি থাকলে, গোটা বিশ্বের মানুষ সেটা দেখতে পারেন। তাই যে কেউ যেকোনো অসৎ উদ্দেশ্যে এই ছবি ব্যবহার করতেই পারেন।

এই সকল ছবি ডাউনলোড করে বিশেষভাবে প্রস্তুত করে বিভিন্ন অসৎ ওয়েবসাইট ও সাইবার অপরাধ মূলক কাজ ও করতে পারে সাইবার অপরাধীরা। তাই বিশেষজ্ঞরা বলছেন এই চ্যালেঞ্জ নেওয়ার আগে ভাবুন, দরকার পড়লে সেটিংসে গিয়ে ফ্রেন্ড অপশন সিলেক্ট করুন। সেক্ষেত্রে আপনার ও আপনার পার্টনারের ছবি বন্ধু মহলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

এছাড়া পুনে পুলিশ একটি টুইটের মাধ্যমে সাধারণ মানুষকে সাবধান ও করেছেন‌। পুলিশের সেই টুইটে সাধারণ মানুষকে সাবধান করে বলা হয়েছে, “Couple Challenge ছবি পোস্ট করবার আগে দুবার ভাবুন। এই চ্যালেঞ্জ বিপদের কারণও হতে পারে।” সেই সাথে একটি ছবিও পোস্ট করা হয় পুলিশের তরফ থেকে। এর সাথে সাথে এটাও জানানো হয় যে ইতিমধ্যে অনেক জায়গা থেকে এই বিষয়ে অভিযোগ ও আসতে শুরু করেছে। তাই ব্যক্তিগত বিষয়কে পাবলিক করবার আগে একটু ভাবুন, কোথাও নিজের অজান্তেই বিপদ ডেকে আনছেন না তো। তাই সোশ্যাল মিডিয়াতে কোনকিছু করবার আগে ভেবে চিন্তেই কাজ করা উচিত।

Advertisements