নিজস্ব প্রতিবেদন : ভারতের VVIP-দের জন্য বিশেষ বিমান Air India One এসে পৌঁছেছে। মার্কিন Air force One-এর ধাঁচে তৈরি এই বিমান। এই বিমানে ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিদের মত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাত্রা সুনিশ্চিত করা হবে। বিমানটি আনার জন্য গত আগস্ট মাসে আমেরিকায় পাড়ি দিয়েছিল ভারতের প্রতিনিধিদল। আর এই বিমান দেশে এসে পৌঁছাতেই সাধারণ মানুষদের মধ্যে কৌতূহল কি এমন বিশেষত্ব রয়েছে এই বিমানে?
১) এই অত্যাধুনিক বিমান রয়েছে সেল প্রটেকশন স্যুট। এর পাশাপাশি রয়েছে এয়ারক্রাফট ইনফারেট কাউন্টার মেসার্স, ডিফেন্সিভ ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট ও কাউন্টার মেসার্স ডিসপেন্সিং সিস্টেম। আর এসবের কারণে দাবি করা হচ্ছে যেকোনো ধরনের মিসাইল হানা থেকে সম্পূর্ণ সুরক্ষিত অত্যাধুনিক এই Air India One বিমানটি।
২) এই বিমানের অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে গোটা বিশ্বের সাথে সম্পর্ক করা যাবে। এই বিমানে মাঝ আকাশ থেকেও নিরবিচ্ছিন্ন অডিও থেকে ভিডিও সমস্ত রকম যোগাযোগ স্থাপন করা সম্ভব। পাশাপাশি এই বিমানের নেটওয়ার্ক হ্যাক করা কোনভাবেই সম্ভব নয় বলে দাবি করা হচ্ছে।
৩) এই অত্যাধুনিক বিমানের ডানায় লাগানো রয়েছে ফ্লেয়ার্স। এর থেকে বের হয় উচ্চমানের তাপ। যে তাপ যেকোনো ধরনের মিসাইলকে বিপথগামী করে দিতে সক্ষম।
৪) অত্যাধুনিক এই Air India One বিমানে রয়েছে মিরর বল সিস্টেম। মিরর বল সিস্টেমের কাজ হল ইনফ্রারেড সিগন্যালকে অকেজো করে দেওয়া। যাতে করে এই বিমানের তথ্য অন্য কারোর কাছে না যায়।
৫) VVIP দের জন্য এই বিমানে রয়েছে বিশাল কেবিন এবং কনফারেন্স রুম। এছাড়াও রয়েছে ছোট মেডিকেল সেন্টার।
৬) এই বিমান আকাশে টানা ১৭ ঘন্টা ওড়ার ক্ষমতা রাখে। পাশাপাশি মাঝ আকাশে এই বিমানের রিফুয়েলিং করার ক্ষমতাও রয়েছে।
৭) মিসাইল থেকে শুরু করে অন্যান্য হানা হলে এই বিমানটি স্বয়ংক্রিয়ভাবে তা প্রতিরোধ করতে পারে। অর্থাৎ প্রতিরোধ করার সমস্ত পদ্ধতি স্বয়ংক্রিয়।
#WATCH: VVIP aircraft Air India One that will be used for President, Vice President & PM arrives at Delhi International Airport from US.
It is equipped with advance communication system which allows availing audio & video communication function at mid-air without being hacked. pic.twitter.com/4MtXHi8F9O
— ANI (@ANI) October 1, 2020
এখন এত সকল অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত এই বিমানের দাম কত হতে পারে! এসম্পর্কে জানা গিয়েছে দুটি এমন বিমান ভারতে আসতে চলেছে। যার মধ্যে একটি ভারতে এসে পৌঁছেছে এবং অন্যটি আসবে। আর এই দুটি বিমানের জন্য সরকারের মোট খরচ হয়েছে ৮,৪৫৮ কোটি টাকা। অর্থাৎ হিসাব করলে দেখা যাচ্ছে এক একটি বিমানের পিছনে খরচ ৪২২৯ কোটি টাকা।