নিজস্ব প্রতিবেদন : মধ্যরাতে জাতীয় সড়কে নাকা চেকিং চালানো কালীন পুলিশি তৎপরতায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল বীরভূমের মহঃবাজার থানা এলাকা থেকে। বিস্ফোরক বোঝাই গাড়িটিকে আটক করার পাশাপাশি পুলিশের তরফ থেকে আটক করা হয়েছে ওই গাড়ির চালককে। আর এই বিপুল পরিমাণ বিস্ফোরক কি উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে বীরভূম জেলা পুলিশ।
শনিবার মধ্যরাতে নাকা চেকিং চালানো কালীন মহঃবাজার থানা এলাকার রানীগঞ্জ মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে বিস্ফোরক বোঝাই ওই গাড়িটিকে দেখে পুলিশের সন্দেহ হলে গাড়িটি আটকানোর পর তল্লাশি শুরু হয়। তল্লাশিতে গাড়ি থেকে বেরিয়ে আসে প্লাস্টিকের প্যাকেটে মোড়া অবস্থায় ৩৯ হাজারটি ডিটোনেটর। এর পরেই ওই গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
অন্যদিকে ওই গাড়ির চালক আশীষ কেওড়াকেও আটক করার পর পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ শুরু হলে জানা যায় ওই বিস্ফোরকগুলি রাণীগঞ্জ থেকে রামপুরহাট নিয়ে যাওয়া হচ্ছিল কোন একটি পাথর খাদানে ব্যবহার করার জন্য। কিন্তু এই সকল বিস্ফোরকের বৈধ কাগজপত্র ছিল না ওই চালকের কাছে।
গতকাল রাতে উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ বিস্ফোরকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা। আর এই সকল বিস্ফোরক সত্যিই পাথর খাদানে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, নাকি এর পিছনে রয়েছে অন্য কোন উদ্দেশ্য তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, “গতকাল রাতে নাকা চেকিং চালানোর সময় একটি মারুতি ভ্যান থেকে ওই বিপুল সংখ্যক বিস্ফোরক উদ্ধার করা হয়। ঘটনার পর ওই মারুতি ভ্যান চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে এই ঘটনার পিছনে অন্য কোন উদ্দেশ্য রয়েছে কিনা।”