নিজস্ব প্রতিবেদন : চলতি বছর আরবে জমে উঠেছে আইপিএল। আর এই আইপিএল চলাকালীন এবছর সবথেকে নজর কেড়েছে খেলোয়াড়দের ফিল্ডিং। দুর্দান্ত ফিল্ডিং, দুর্দান্ত ক্যাচ এসকলই এখন নজর কাড়ছে ক্রিকেটপ্রেমীদের।
আইপিএলে এবছর ইতিমধ্যেই বেশ কতকগুলি আকর্ষণীয় ক্যাচ দেখতে পাওয়া গেছে। তার মধ্যে গতকাল শারজায় হায়দ্রাবাদের বিরুদ্ধে মুম্বইয়ের ম্যাচে মনিশ পান্ডের পাখির মত উড়ে একটি ক্যাচ দেখা গেল। একদিনের ম্যাচে দুর্দান্ত ক্যাচে নিয়ে মনিশ পান্ডে প্র্যাভিলনে ফেরালেন মুম্বইয়ের ব্যাটসম্যান ইশান কিষাণকে।
মুম্বইয়ের ব্যাটিং চলাকালীন ১৫ ওভার শেষে হায়দ্রাবাদের পেস বোলার সন্দীপ শর্মাকে লং অনের উপর দিয়ে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন ইশান কিষাণ। আর সেই বল দৌঁড়ে ছুটে গিয়ে পাখির মতো তালুবন্দি করেন মনিশ পান্ডে। চলতি বছর আইপিএল-এ যে সকল ক্যাচ সেরার তালিকায় নাম লিখিয়েছে তাদের মধ্যে এই ক্যাচটি অন্যতম।
https://twitter.com/swapniltalks/status/1312722702445113355?s=19
এদিনের এই ম্যাচে ইশান কিষাণ ২৩ বলে ৩১ রান করেন। অন্যদিকে টসে জিতে মুম্বই প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০৮ রান করে এবং সেই রান তাড়া করতে নেমে হায়দ্রাবাদ ২০ ওভারে ১৭৪ রানে আটকে যায়।