নিজস্ব প্রতিবেদন : Vodafone এবং Idea এই দুই সংস্থা একত্রিত হয়ে নতুন সংস্থা হিসাবে আত্মপ্রকাশ করেছে সেপ্টেম্বর মাসে। নতুন সংস্থার নাম দেওয়া হয়েছে VI। আর এই নতুন সংস্থার আত্মপ্রকাশ হতেই নতুন নতুন অফার গ্রাহকদের সামনে তুলে ধরা হচ্ছে। ঠিক তেমনই নয়া এক রিচার্জ প্ল্যান (Recharge Plan) আনা হলো VI এর তরফ থেকে, যে রিচার্জ প্ল্যান নিয়ে গ্রাহকদের দৈনিক ডেটা ব্যবহার করার কোন লিমিট নেই। দিনে যত খুশি ডেটা ব্যবহার করা যাবে, তবে তা রিচার্জের সাথে পাওয়া মোট ১০০ জিবি পর্যন্ত।
বর্তমান করোনাকালে ওয়ার্ক ফ্রম হোম (work from home) এর কথা মাথায় রেখেই এই রিচার্জ প্ল্যান আনা হয়েছে বলে দাবি করা হয়েছে সংস্থার তরফ থেকে। এই রিচার্জ প্ল্যানের ফলে গ্রাহকরা বাড়ি থেকে অনলাইনে কাজের ক্ষেত্রে স্বাধীনতা পাবেন, পড়ুয়ারা নিশ্চিন্তে অনলাইন পড়াশোনা করার ক্ষেত্রেও সুবিধা পাবেন এমনটাই দাবি করা হচ্ছে।
VI এর তরফ থেকে আনা এই রিচার্জ প্ল্যানটি হলো ৩৫১ টাকার। এতে গ্রাহকরা পাবেন মোট ১০০ জিবি ডেটা। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন। তবে এই রিচার্জ প্ল্যানে কোন রকম আনলিমিটেড কল (Unlimited Call) অথবা এসএমএসের (SMS) সুবিধা থাকছে না। এই রিচার্জ প্ল্যান কেবলমাত্র ডেটার জন্য। অর্থাৎ যে সকল গ্রাহকরা এই রিচার্জ প্ল্যান করবেন তারা ১০০ জিবি ডেটা যখন ইচ্ছে প্রয়োজনমতো শেষ করতে পারেন।