নিজস্ব প্রতিবেদন : ভারতীয় জাতীয় দলের অন্যতম সেরা বোলার মহঃ শামি আইপিএলে পাঞ্জাবের হয়ে লড়াইয়ে নেমেছেন। তার অভিজ্ঞ বোলিং, নিখুঁত লাইন আর লেংথে বিপক্ষ দলের তারকাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আরবে আয়োজিত চলতি বছরের আইপিএলে। ইতিমধ্যেই সে পাঁচটি ম্যাচ খেলে আটটি উইকেট নিজের ঝুলিতে পুড়েছেন।
আর এই তারকা বোলার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। আর সেই ছবি ঘিরে নেটিজেনদের প্রশ্ন কি করছেন? আসলে মহঃ শামি যে ছবি পোস্ট করেছেন তাহলো ক্যাপিং পদ্ধতিতে চিকিৎসা নেওয়ার। আর এই ক্যাপিং পদ্ধতি সম্পর্কে মানুষের মধ্যে প্রশ্ন এই পদ্ধতি আসলে কি? এই পদ্ধতির উপকারিতাই বা কতটা?
চিকিৎসক মহলের বক্তব্য অনুসারে জানা গিয়েছে তাহলো, এই ক্যাপিং পদ্ধতিতে কাঁচের কাপের মাধ্যমে হাইপ্রেশার দিয়ে শরীরের চামড়া টেনে ধরা। আর এই পদ্ধতিতে শরীরের খারাপ রক্ত বের করে দেওয়া হয়। মূলত এই পদ্ধতি অ্যাথলিট এবং অন্যান্য খেলোয়াড়রা ব্যবহার করে থাকেন। এর ফলে খেলার পরে যে ক্লান্তভাব, ব্যথা ইত্যাদি থাকে সেগুলির উপশম হয়।
Cupping time #SaddaPunjab #Mshami11 pic.twitter.com/2rftnj40bX
— Mohammad Shami (@MdShami11) September 30, 2020
বিশ্বের বহু ক্রীড়াবিদ এই পদ্ধতিতে পরবর্তী ক্রীড়াতে নিজেকে ফিট রাখার জন্য চিকিৎসা করিয়ে থাকেন। তবে সম্প্রতি মহঃ শামির এই চিকিৎসা পদ্ধতির ছবি পোস্ট করার পরে অনেকেই শিউরে উঠে ছিলেন। অনেকের মনেই প্রশ্ন ছিল এ আবার কি হলো? আবার অনেকের মধ্যেই প্রশ্ন ছিল এই ক্যাপিং পদ্ধতি আসলে কি?