চলতি আইপিএলে যারা মিস করেছেন তাদের জন্য সেরা ৯টি ক্যাচ

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সত্যি সত্যিই এবারের আইপিএল যেন স্মরনীয় করতে চলেছেন ফিল্ডাররা। চলতি বছর ফিল্ডারদের দুরন্ত ফিল্ডিংয়ের দৌলতে কখনো নিশ্চিত ৬ বাঁচানো, আবার কখনো পাখির মত উড়ে বল তালুবন্দী করে বিপক্ষ ব্যাটসম্যানকে প্র্যাভিলনে ফেরানো সবই প্রথম থেকেই দেখা গিয়েছে আইপিএলের আসরে। আইপিএল মানে যে ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্স তা নয়, ফিল্ডিংও যথেষ্ট গুরুত্বপূর্ণ তা-ও নজর কাড়ছে দর্শকদের।

Advertisements

১) ফ্যাফ ডু’‌প্লেসি : চেন্নাইয়ের এই তারকা চলতি বছর আইপিএল শুরু হওয়ার প্রথম ম্যাচেই মুম্বইয়ের বিরুদ্ধে দু’দুটি ক্যাচ নেন যা প্রথম থেকে নজর কাড়ে দর্শকদের। এরপর আবার হায়দ্রাবাদের বিরুদ্ধেও তিনি একটি নজরকাড়া ক্যাচ তালুবন্দি করেছিলেন। মুম্বই এবং হায়দ্রাবাদ দুই দলের বিরুদ্ধে বাউন্ডারি লাইন থেকে ক্যাচ তালুবন্দি করতে সক্ষম হয়েছিলেন।

Advertisements

Advertisements

২) সঞ্জু স্যামসন : রাজস্থানের এই তারকা চলতি বছর আইপিএল-এ প্রথম থেকে ব্যাট হাতে যেমন নজর কেড়েছেন ঠিক তেমনই ফিল্ডিংয়ের ক্ষেত্রেও তাকে নজর কাড়তে দেখা গিয়েছে। কলকাতার বিরুদ্ধে সঞ্জুর একটি ক্যাচ নজর কাড়ে ক্রিকেটপ্রেমীদের থেকে লিটল মাস্টারের।

৩) মনীশ পাণ্ডে : মুম্বইয়ের বিরুদ্ধে হায়দরাবাদের এই তারকা ইশান কিষানের একটি ক্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের প্রশংসার দাবিদার হন। এই ক্যাচটির ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

৪) কমলেশ নাগারকোটি : কলকাতার এই তারকা রাজস্থানের বিরুদ্ধে একটি দুর্দান্ত ক্যাচ নিয়ে নজর কেড়েছেন ক্রিকেটপ্রেমীদের।

৫) ‌এমএস ধোনি : বয়স যখন ৪০ বছর ছুঁইছুঁই তখনো চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি প্রমাণ করলেন তিনি এখনো যুবক। উইকেটের পিছনে দাঁড়িয়ে দিল্লির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তাকে দেখা গেল পাখির মত উড়ে শ্রেয়সের ক্যাচ তালুবন্দি করতে। আর এই ক্যাচ দেখার পর ক্রিকেটপ্রেমীরা ধোনির প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েন।

৬) গ্লেন ম্যাক্সওয়েল এবং জিমি নিশাম : পাঞ্জাবের অন্যতম তারকা গ্লেন ম্যাক্সওয়েল মুম্বইয়ের বিরুদ্ধে খেলা চলাকালীন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মার একটি ক্যাচ একেবারে বাউন্ডারি লাইন থেকে ঘুরিয়ে ৬ থেকে আউটে পরিণত করেন। যদিও এই কাজটি ধরতে সাহায্য করেন জিমি নিশাম।

৭) ‌‌অনুকুল রায় : মুম্বইয়ের এই তারকা প্রথম একাদশে সুযোগ না পেলেও মাঠে ফিল্ডিং করতে নামার সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করলেন আগামীদিনের একজন ক্রিকেট তারকা হিসেবে। রাজস্থানের বিরুদ্ধে একটি ম্যাচে ফিল্ডিং করার সুযোগ পেয়েছিলেন তিনি। আর সেখানে সেই সুযোগ হাতছাড়া না করে একটি দুর্দান্ত ক্যাচ নিয়ে নজর কাড়লেন ক্রিকেটপ্রেমীদের।

৮) দেবদূত পাড়িক্কল : ব্যাঙ্গালোরের এই উঠতি তারকা চলতি বছর ফিল্ডিংয়ে নজর কেড়েছেন। যার মধ্যে তিনি একটি দুর্দান্ত ক্যাচ নিয়েছেন দিল্লির বিরুদ্ধে ম্যাচে।

৯) নিকোলাস পুরান : পাঞ্জাবের এই তারকা রাজস্থানের বিরুদ্ধে সঞ্জুর ক্যাচ অনবদ্য। সঞ্জুর ব্যাট থেকে বেরিয়ে আসা বল যখন নিশ্চিত ৬, ঠিক তখন সুপারম্যানের মতো উড়ে পুরান তাকে তালুবন্দি করেন।

আর এখন তো সবে মাত্র কয়েকটি ম্যাচ হয়েছে চলতি বছর। বাকি রয়েছে আরও গুরুত্বপূর্ণ ম্যাচগুলি। সুতরাং বাকি ম্যাচগুলিতে আরও ভালো পারফরম্যান্স দেখা যাবে এমনটাই আশা করা হচ্ছে।

Advertisements