নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অভিযোগের আঙ্গুল উঠতে থাকে তার বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তীর দিকে। এরপর সেপ্টেম্বর মাসের ৮ তারিখ এনসিবি’র হাতে গ্রেপ্তার হন রিয়া চক্রবর্তী। তারপর তাকে পাঠানো হয় মুম্বইয়ের বাইকুল্লা জেলে। দেখতে দেখতে প্রায় একমাস (২৮ দিন) গত ৭ অক্টোবর বম্বে হাইকোর্টের নির্দেশে জামিন পান রিয়া চক্রবর্তী। কিন্তু প্রশ্ন হলো নামিদামি বাড়ি, গাড়ির উপর নির্ভরশীল রিয়া চক্রবর্তী একমাস কিভাবে কাটলো জেলের মধ্যে?
এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মাণেশিন্ডে জানিয়েছেন, “বহু বছর পর আমি কোনো মক্কেলকে জেলের ভিতর দেখতে গিয়েছিলাম। কারণ রিয়া চক্রবর্তীকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে। আর তাকে জেলের ভিতর দেখে খুশি হয়েছিলাম যে তিনি ভেঙ্গে পড়েন নি। জেলের মধ্যেও নিজের খেয়াল রেখে ছিলেন। নিজেকে জেলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছিলেন। এমনকি নিজের এবং জেলের অন্যান্য আবাসিকদের জন্য রোজ যোগাসনের ক্লাস নিতেন।”
খাওয়া-দাওয়া সম্পর্কে রিয়ার আইনজীবী জানিয়েছেন, “করোনা অতিমারীর জন্য তিনি বাড়ির খাবার পেতেন না। তাকে জেলের খাবারই খেতে হতো। অন্যান্য আবাসিকদের সাথে সাধারণ মানুষের মতোই দিন কাটিয়েছেন তিনি। সেনাবাহিনীর পরিবেশে মানুষ হওয়ার জন্য রিয়া সবরকম পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে।”
জেলে একমাস কাটানোর পরিস্থিতি জানানোর পাশাপাশি রিয়া চক্রবর্তী আইনজীবী এটাও জানিয়েছেন যে, যেভাবে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে তা মুখ বুজে সহ্য করবেন না রিয়া। তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন এবং নিজের গায়ে লাগা কালিমা দূর করবেন। এর পাশাপাশি ওই আইনজীবী সংবাদমাধ্যমকে আক্রমণ করে জানান, শুধুমাত্র চ্যানেলের টিআরপি’র কথা মাথায় রেখেই বিভিন্ন মিডিয়া রাতদিন রিয়াকে তাড়া করে বেরিয়েছে।