নয়া রূপে Aadhaar কার্ড, আবেদন করলেই বাড়িতে পৌঁছে দেবে UIDAI

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে Aadhaar কার্ড অন্যতম গুরুত্বপূর্ণ নথি। বর্তমানে এই Aadhaar কার্ডের ব্যবহার এতটাই প্রয়োজনীয় হয়ে পড়েছে যে তা যেন না থাকলেই নয়। যে কারণে আমাদের Aadhaar কার্ড বানানো অথবা সংশোধনের কাজকে খুব গুরুত্ব সহকারে দেখতে হয়।

Advertisements

আর Aadhaar কার্ড তৈরি হওয়ার পরে অথবা সংশোধনের পর যে কপি আমাদের কাছে আসে তা বেশ বড়সড় এবং ল্যামিনেশন ছাড়া। আর সেই Aadhaar কার্ড আমাদের বহন করার জন্য তাকে ছোট করে ল্যামিনেশন করাতে হয় নিজস্ব খরচায়। কিন্তু এবার UIDAI এর তরফ থেকে নয়া রূপের Aadhaar কার্ডের কথা ঘোষণা করা হলো। অর্থাৎ এবার থেকে Aadhaar কার্ড পাওয়া যাবে PVC রূপে। যা হচ্ছে আকর্ষণীয়, টেকসই, সর্বোচ্চ সুরক্ষা বিশিষ্ট। এর পাশাপাশি এখানে হলোগ্রাম সহ অন্যান্য বিষয়গুলি স্পষ্ট ভাবে থাকবে।

Advertisements

Advertisements

কিন্তু কিভাবে পাওয়া যাবে এই নতুন রূপে PVC Aadhaar কার্ড?

UIDAI এর ঘোষণা অনুযায়ী এর জন্য Aadhaar কার্ড গ্রাহকদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটের https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint লিঙ্কে যেতে হবে।

এরপর সেখানে আবেদনকারীর আধার নম্বর দিতে হবে। Aadhaar নম্বর না দিলে Virtual ID অথবা EID দেওয়া যেতে পারে।

এরপর নির্দিষ্ট জায়গায় দিতে হবে ‘Security Code’, যা নিচে দেওয়া থাকবে UIDAI-এর তরফ থেকে।

পরবর্তী পর্যায়ে যদি গ্রাহকের Aadhaar নম্বরের সাথে মোবাইল নম্বর সংযুক্ত থাকে তাহলে ‘Send OTP’ অপশনে ক্লিক করতে হবে।

যদি Aadhaar নম্বরের সাথে মোবাইল নম্বর সংযুক্ত না থাকে তাহলে বেছে নিতে হবে ‘My Mobile number is not registered’ অপশন। আর এই অপশন বেছে নিলে একটি ফাঁকা জায়গা দেওয়া হবে গ্রাহকের যেকোনো মোবাইল নম্বর দেওয়ার জন্য।

তারপর ‘Send OTP’ অপশনে ক্লিক করলে আবেদনকারীর দেওয়া অথবা Aadhaar-এর সাথে থাকা রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ‘OTP’ আসবে। যে ‘OTP’ টি নির্দিষ্ট স্থানে দিয়ে ‘Verify’ করে নিতে হবে।

এরপর পরবর্তী পর্যায়ে আবেদনকারীর Aadhaar-এর বিস্তারিত বিবরণ দেখানো হবে। আর তার নিচেই থাকবে পেমেন্ট অপশন।

পেমেন্ট অপশনে ক্লিক করে নেট ব্যাঙ্কিং, UPI অথবা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দেওয়া যাবে। এর জন্য খরচ হবে মাত্র ৫০ টাকা।

সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে UIDAI এর তরফ থেকে আবেদনকারীর আধারের ঠিকানায় নতুন PVC Aadhaar কার্ড পাঠিয়ে দেওয়া হবে ডাকযোগে।

Advertisements