আধারের ধাঁচে চালু হলো Property কার্ড, দেখে নিন সুযোগ সুবিধা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। আর তা করতে গেলে দেশের প্রতিটি গ্ৰামকে আগে স্বনির্ভর হিসাবে গড়ে তুলতে হবে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে ‘স্বামীত্ব যোজনা’ প্রকল্পের আওতায় ‘Property কার্ড’ চালু করলেন নরেন্দ্র মোদী। রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের সূচনা হয়।

Advertisements

Advertisements

এই প্রকল্প ভারতীয় গ্ৰামীণ মানুষের জীবনযাপন ও অর্থনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটাবে। একদিকে যেমন জমি সংক্রান্ত বিবাদের দ্রুত নিষ্পত্তি ঘটবে তেমন গ্ৰামীণ মানুষ তাদের জমিজমা ও সম্পত্তি অর্থনৈতিক লগ্নিতে ব্যবহার করতে পারবেন। মিলবে সহজে নানা ধরনের লোন। যা গ্ৰামীণ অর্থনৈতিক বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisements

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে ১ লাখ ৩২ হাজার উপভোক্তার কাছে ম্যাসেজের মাধ্যমে এই লিঙ্ক পাঠানো হবে। সেই লিঙ্কে ক্লিক করলেই প্রপার্টি কার্ড ডাউনলোড করা যাবে। ৬ টি রাজ্যের ৭৬৩ টি গ্ৰামের বাসিন্দারা প্রাথমিক ভাবে এই Property কার্ডের সুবিধা পাবে। তার মধ্যে উত্তরপ্রদেশের ৩৪৬, হরিয়ানার ২২১, মহারাষ্ট্রের ১০০, মধ্যপ্রদেশের ৪৪, উত্তরাখণ্ডের ৫০ ও কর্ণাটকের ২ গ্ৰামের বাসিন্দারা আছেন।

‘স্বামীত্ব যোজনা’ প্রকল্পের আওতায় আসবে ভারতের ৬ লক্ষ ৬২ হাজার গ্ৰাম। প্রত্যেকটি গ্ৰামকে ডিজিটাল সুযোগ সুবিধার আওতার মধ্যে আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এর ফলে ড্রোনের মাধ্যমে গ্ৰামের জমিজমা নিখুঁত পদ্ধতিতে যেমন মাপা সম্ভব হবে তেমন এই ডিজিটাল অ্যাপে নথিভুক্ত হয়ে যাবে জমি ও সম্পত্তির সব তথ‌্য। গ্ৰামীণ মানুষের পক্ষে এই তথ্য খুব সহজে পাওয়া সম্ভব হবে। জিপিএস (GPS) ম্যাপিংয়ে সম্পত্তির খতিয়ান করা যাবে দ্রুত। পারিবারিক সম্পত্তির বিবাদ নিস্পত্তিও মেটানো সহজ হবে। এর ফলে জমি সংক্রান্ত বিবাদ ও দূরহ মামলায় গ্ৰামের মানুষ তাদের নির্দিষ্ট সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না।

‘স্বামীত্ব যোজনা’র সঙ্গে আরও দুটি অ্যাপ চালু করবে কেন্দ্র সরকার। ই-গ্ৰাম স্বরাজ অ্যাপ ও পঞ্চায়েতি রাজ অ্যাপ। এই দুটি ডিজিট্যাল অ্যাপে গ্ৰাম পঞ্চায়েতের যাবতীয় তথ্য নথিভুক্ত থাকবে। একদিকে যেমন পঞ্চায়েতের কাজ কেমন ভাবে হবে তার পরিকল্পনা দেবে তেমন পঞ্চায়েতের কাজের খরচের যাবতীয় হিসাব এখানে নথিভুক্ত থাকবে। গ্ৰামীণ মানুষ সহজেই জানতে পারবেন কোন প্রকল্পে কত টাকা খরচ হয়েছে। আসবে গ্ৰাম পঞ্চায়েতের কাজে যেমন সঠিক পরিকল্পনার ধারণা তেমন মিলবে অর্থনৈতিক স্বচ্ছতা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পঞ্চায়েতের ভিত যদি শক্তিশালী হয়, কাজে যদি স্বচ্ছতা থাকে তাহলে গ্ৰামীণ উন্নয়নের সুফল সকলে পাবেন। গ্ৰাম যদি শক্তিশালী হয় তাহলে দেশ শক্তিশালী হয়ে উঠবে। আর এইভাবেই ভারত হয়ে উঠবে একদিন এক আত্মনির্ভর শক্তিশালী দেশ।

Advertisements