শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘গতি’, বাংলায় প্রভাব নিয়ে কি জানাচ্ছে হওয়া অফিস

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা পরিস্থিতির মধ্য দিয়েই পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে গেছে ঘূর্ণিঝড় আম্ফান। যে ঘূর্ণিঝড়ের ক্ষতির প্রলেপ দিতে অনেকটা সময় লেগেছে বাংলার। এরপর আবার পুজোর আগে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন একটি নিম্নচাপ। যে নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপান্তরিত হচ্ছে। কিন্তু প্রশ্ন হল এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাতে কতটা পড়তে পারে?

Advertisements

Advertisements

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই নিম্নচাপটি সমুদ্রপৃষ্ঠে শক্তি বাড়াতে শুরু করেছে। তবে এযাত্রায় পশ্চিমবঙ্গ রক্ষা পাবে বলে মনে করছেন হাওয়াবিদরা। এখনো পর্যন্ত এর যে গতিপথ রয়েছে তা থেকে বোঝা যাচ্ছে আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আছড়ে পড়ার সম্ভাবনা নেই।

Advertisements

তবে এযাত্রায় পশ্চিমবঙ্গ বেঁচে গেলেও ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পাশাপাশি তেলেঙ্গানা, কর্ণাটক ও মহারাষ্ট্রে ব্যাপক প্রভাব ফেলতে পারে। ওড়িশা ও অন্ধ্র উপকূলে এই ঘূর্ণিঝড় ৬৫ কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়তে পারে।

তবে এর পাশাপাশি হওয়াবিদরা জানিয়েছেন যে, যেকোনো সময় এই ঘূর্ণিঝড়ের গতিপথ ইউটার্ন নিতে পারে। আর সেক্ষেত্রে ইউটার্ন নিলে বাংলাদেশের উপর প্রভাব ফেলবে এই নিম্নচাপ। আর এমনটা হলে পশ্চিমবঙ্গের উপরেও প্রভাব পড়বে।

IMD এর রিপোর্ট অনুযায়ী, বর্তমানে এই নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বিশাখাপত্তনম থেকে ২৮০ কিলোমিটার দূরে রয়েছে। আর এটি এগিয়ে চলেছে অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের দিকে।

Advertisements