Jio, Vi অথবা Airtel গ্রাহকদের কোন রিচার্জটি সবথেকে লাভজনক

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতে ৪জি পরিষেবা যুক্ত তিনটি সংস্থা নিজেদের মধ্যে প্রতিযোগীতায় মত্ত। আর এই তিন সংস্থা হল Reliance Jio, Airtel এবং VI (Vodafone Idea)। আর এই তিন সংস্থার গ্রাহক সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে Jio, দ্বিতীয় স্থানে Airtel এবং তৃতীয় স্থানে VI। কিন্তু প্রশ্ন হল এই তিন সংস্থার গ্রাহকদের জন্য প্রতিদিন ১.৫ জিবি ডেটা যুক্ত কোন রিচার্জটি সবথেকে বেশি লাভজনক?

Advertisements

Advertisements

Airtel এবং VI গ্রাহকদের জন্য প্রতিদিন ১.৫ জিবি ডেটা যুক্ত সবথেকে লাভজনক রিচার্জ হল ৩৯৯ টাকা। চলুন দেখে নেওয়া যাক এই রিচার্জ প্ল্যানে এই দুই সংস্থার গ্রাহকরা কি সুবিধা পেয়ে থাকেন।

Advertisements

Airtel : Airtel গ্রাহকরা ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানে পেয়ে থাকেন যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১.৫ জিবি ডেটা। এর সাথেই রয়েছে প্রতিদিন ১০০ টি করে এসএমএস। আর এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৫৬ দিন। অর্থাৎ মাসিক খরচ ২০০ টাকার কম।

VI (Vodafone Idea) : VI গ্রাহকরা ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানে পেয়ে থাকেন প্রতিদিন ১.৫ জিবি ডেটা, যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। এর বৈধতা ৫৬ দিন। অর্থাৎ মাসিক খরচ ২০০ টাকার কম।

একইভাবে এই দুই টেলিকম সংস্থার ৮৪ দিনের যে রিচার্জ প্ল্যানগুলি রয়েছে সেগুলি হলো Airtel – ৫৯৮ টাকা এবং VI – ৫৯৯ টাকা। এই রিচার্জ প্ল্যান দুটিতেও গ্রাহকদের মাসিক খরচ ২০০ টাকার কম। কিন্তু এক্ষেত্রে গ্রাহকদের এককালীন বেশি টাকা খরচ করতে হয়।

এখন প্রশ্ন হল Jio গ্রাহকদের ক্ষেত্রে কোন রিচার্জ প্ল্যানটি সবথেকে বেশি লাভজনক? Jio গ্রাহকদের ক্ষেত্রে প্রতিদিন ১.৫ জিবি ডেটা যুক্ত লাভজনক রিচার্জ প্ল্যানটি হলো ৫৫৫ টাকা। এটি গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড জিও থেকে জিও কল, অন্য নেটওয়ার্কে কথা বলার জন্য ৩০০০ মিনিট এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস পেয়ে থাকেন। এই রিচার্জ প্ল্যানের জন্য এককালীন বেশি টাকা খরচ করতে হলেও মাসিক হিসাব অনুযায়ী খরচ পরে ১৮৫ টাকা। তবে যারা এককালীন খরচ করতে চান না তাদের জন্য রয়েছে ১৯৯ এবং ৩৯৯ টাকার প্ল্যান।

Advertisements