এক ম্যাচে ৬ রেকর্ড, সাক্ষী থাকলো শারজাহ

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আইপিএলের ৩১ তম ম্যাচে বৃহস্পতিবার ব্যাঙ্গালোরের মুখোমুখি হয় পাঞ্জাব। চলতি বছর আইপিএলের এই ম্যাচে প্রথম ব্যাট হাতে মাঠে নামতে দেখা যায় ইউনিভার্স বস ক্রিস গেইলকে। আর তিনি মাঠে ফিরতে ভাগ্য ফিরে পাঞ্জাবের। ৮ উইকেটে ব্যাঙ্গালোরকে হারিয়ে জয় হাসিল করে পাঞ্জাব।

Advertisements

Advertisements

তবে এই ম্যাচে কোন দল জয় পেল তা বড় কথা নয়। বৃহস্পতিবারের এই ম্যাচে দুই দলের তারকারাই নিজেদের দুর্ধর্ষ পারফরম্যান্স দেখান। আর এই পারফরম্যান্সের দৌলতে এক ম্যাচে ৬ টি রেকর্ড তৈরি হলো। আর এই সকল রেকর্ডের সাক্ষী থাকলো শারজাহ।

Advertisements

১) ব্যাঙ্গালোরের হয়ে গত কালকের ম্যাচ খেলার পর বিরাট কোহলি ২০০ টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন। ব্যাঙ্গালোরের হয়ে এই ম্যাচগুলি তিনি খেলেছেন আইপিএল এবং চ্যাম্পিয়ন্স লিগে। তিনি প্রথম খেলোয়াড় যিনি ব্যাঙ্গালোরের হয়ে ২০০ টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন।

২) এখনো পর্যন্ত আইপিএলে এই দুই দেশের মোট ২৬ বার মুখোমুখি হয়েছে। আর এই ২৬ বারের মধ্যে ১৪ বার জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব। আর বাকি ১২ বার জয় পেয়েছে ব্যাঙ্গালোর।

৩) পাঞ্জাব গতকালকের ম্যাচে পরপর ম্যাচ হারার রেকর্ড ভাঙলো। তারা এর আগে চলতি বছর আইপিএলের একটি ম্যাচে জয় পাওয়ার পর পরপর পাঁচটি ম্যাচ হারে। আর সপ্তম ম্যাচে জয়ে ফেরে পাঞ্জাব।

৪) কে এল রাহুল চলতি বছর আইপিএলের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪০০ রান পূর্ণ করলেন। গতকালকের ম্যাচে ১৩ রান করার পরেই তিনি এই গণ্ডি পার করলেন।

৫) আইপিএলের ইতিহাসে কে এল রাহুল ব্যক্তিগতভাবে ক্যারিয়ারে ২০ তম হাফ সেঞ্চুরি সম্পূর্ণ করলেন।

৬) চলতি বছর আইপিএলের প্রথম কোন তারকা হিসেবে পাঁচটি ৫০+ রানের পর দেখা গেল কে এল রাহুলের ব্যাট থেকে। যার মধ্যে রয়েছে ৪টি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি।

৬) ক্রিস গেইল চলতি মৌসুমের আইপিএলে প্রথম হাফ সেঞ্চুরি এবং আইপিএলে ২৯ তম সেঞ্চুরি সম্পূর্ণ করলেন।

Advertisements