নিজস্ব প্রতিবেদন : দেশের রাষ্ট্রীয় টেলিকম সংস্থা BSNL তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধির পাশাপাশি একের পর এক রিচার্জ প্ল্যানে বদল আনতে শুরু করেছে। এর পাশাপাশি তারা বেশ কিছু ক্ষেত্রে গ্রাহকদের মোবাইল খরচ বাড়িয়েছে। খরচ বাড়িয়েছে ভ্যালিডিটি রিচার্জের ক্ষেত্রে। যদিও পাল্টা হিসেবে কম খরচে এক বছরের জন্য ভ্যালিডিটি প্ল্যান এনেছে এই সংস্থা। আর এই সকল রদবদলের মধ্যে এবার রাষ্ট্রীয় এই সংস্থায় ৫টি রিচার্জ প্ল্যান বন্ধ করে দিলো।
বন্ধ করে দেওয়া ৫টি রিচার্জ প্ল্যান
১) ৪৭ টাকা : এই রিচার্জ প্ল্যানে BSNL গ্রাহকরা ৭ দিনের ভ্যালিডিটি পেতেন। পাশাপাশি পাওয়া যেত প্রতিদিন ২৫০ মিনিট করে যে কোন নেটওয়ার্কে কল এবং প্রতিদিন ১ জিবি ডেটা।
বর্তমানে এই রিচার্জ প্ল্যানটি বেশিরভাগ সার্কেলে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত ওয়েস্টবেঙ্গল সার্কেলের গ্রাহকরা এই রিচার্জ করার সুবিধা পাচ্ছেন।
২) ৮৩ টাকা : এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা ৩০ দিনের জন্য ১৬৫০টি SMS করার সুবিধা পেতেন। এই রিচার্জ প্ল্যানটি তুলে নেওয়ার ঘোষণা করা হয়েছে।
৩) ২০৯ টাকা : এই রিচার্জে গ্রাহকরা ৯০ দিনের জন্য লোকাল যেকোন নম্বরে প্রতি ২ সেকেন্ডে ১ পয়সায় কল করার সুবিধা পেতেন। পাশাপাশি মেন ব্যালেন্স হিসাবে পাওয়া যেত ২৫ টাকা। এই রিচার্জ প্ল্যানটি বন্ধ করে দেওয়া হয়েছে।
৪) ১৭৮ টাকা : ১৭৮ টাকার এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন ১ জিবি করে ডেটা পাওয়া যেত। ভ্যালিডিটি ছিল ১৭ দিনের জন্য। এই রিচার্জ প্ল্যানে কোন রকম কলের সুবিধা ছিল না। এই রিচার্জ প্ল্যানটি বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।
— BSNL_Chennai (@BSNL_CHTD) October 15, 2020
৫) ৩৫ টাকা : ৩৫ টাকা রিচার্জ প্ল্যানে পাঁচ দিনের জন্য ৫ জিবি ডেটা পাওয়া যেত। এই রিচার্জ প্ল্যানটিকেও তুলে নেওয়া হয়েছে।