BSNL গ্রাহকদের জন্য সুখবর, রিচার্জ করলেই পান বাড়তি ভ্যালিডিটি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : উৎসবের মরশুমে বিভিন্ন সংস্থা গ্রাহকদের সামনে নানান ধরনের অফার তুলে দিচ্ছে। এই মরশুমে দেশের টেলিকম সংস্থাগুলিও গ্রাহকদের জন্য নতুন নতুন অফার এনেছে। একইভাবে দেশের রাষ্ট্রীয় টেলিকম সংস্থা BSNL তাদের গ্রাহকদের সুখবর দিল। এই উৎসবের মরশুমে তারা তাদের গ্রাহকদের দিচ্ছে বেশকিছু রিচার্জে বাড়তি ভ্যালিডিটি।

Advertisements

১৯৯৯ টাকা : এই রিচার্জ প্ল্যানে BSNL গ্রাহকরা প্রতিদিন যে কোন নেটওয়ার্কে কল করার জন্য ২৫০ মিনিট পেয়ে থাকেন। এর পাশাপাশি থাকে প্রতিদিন ৩ জিবি করে ডেটা এবং ১০০টি করে এসএমএস। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি আগে যেখানে ৩৬৫ দিন পাওয়া যেত সেখানে এখন পাওয়া যাবে ৪২৫ দিন। অর্থাৎ উৎসবের মরশুমের এই অফারে BSNL গ্রাহকরা ৬০ দিনের বাড়তি ভ্যালিডিটি পাচ্ছেন।

Advertisements

৬৯৯ টাকা : যে কোন নেটওয়ার্কে কল করার জন্য প্রতিদিন ২৫০ মিনিট, প্রতিদিন ০.৫ জিবি ডেটা এবং ১০০টি করে এসএমএস রয়েছে এই রিচার্জ প্ল্যানে। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ১৬০ দিন। তবে এখন এই রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে ১৮০ দিন ভ্যালিডিটি। অর্থাৎ উৎসবের মরশুমে BSNL এই রিচার্জের উপর তাদের গ্রাহকদের বাড়তি ২০ দিন ভ্যালিডিটি দিচ্ছে।

Advertisements

২৪৭ টাকা : এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পান প্রতিদিন ২৫০ মিনিট করে যে কোন নেটওয়ার্কে কল করার সুবিধা। এর পাশাপাশি রয়েছে প্রতিদিন ৩ জিবি করে ডেটা এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন। তবে উৎসবের মরশুমে ভ্যালিডিটি দেওয়া হচ্ছে ৪০ দিন। অর্থাৎ বাড়তি ১০ দিন ভ্যালিডিটি বাড়তি পাওয়া যাচ্ছে।

১৪৭ টাকা : এই রিচার্জ প্ল্যানে পাওয়া যায় প্রতিদিন ২৫০ মিনিট করে যে কোন নেটওয়ার্কে কল করার সুবিধা এবং মোট ১০ জিবি ডেটা। এর ভ্যালিডিটি ৩০ দিন। তবে উৎসবের মরশুমে ভ্যালিডিটি দেওয়া হচ্ছে ৩৫ দিন।

৬০ টাকা : উৎসবের মরশুমে ৬০ টাকার টপ-আপ রিচার্জের উপর পুরো টকটাইম অর্থাৎ ফুল টকটাইম দেওয়া হচ্ছে।

BSNL-এর তরফ থেকে জানানো হয়েছে এই প্রমোশনাল অফার চলবে ২০২০ সালের ১৭ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।

Advertisements