নিজস্ব প্রতিবেদন : পুজোয় এবার বৃষ্টি সঙ্গী হতে চলেছে তা একপ্রকার নিশ্চিত করে দিলো হওয়া অফিস। বুধবার হাওয়া অফিসের তরফ থেকে এমন নিশ্চয় বার্তা দেওয়ার পাশাপাশি স্পষ্ট করে জানিয়ে দিলো কোন কোন জেলায় কত পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এই পূর্বাভাস সম্পর্কিত বিজ্ঞপ্তি পূর্বাঞ্চলীয় হাওয়া অফিসের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। এই নিম্নচাপের অভিমুখ অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দিকে হলেও ক্রমশ তা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে সরবে। আর এর কারণে দুর্গাপূজার সময় পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কেন্দ্রীয় হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ আগামী ২২ শে অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। ২৪ শে অক্টোবর অর্থাৎ মহাষ্টমীর দিন এই নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের নিকটবর্তী এলাকায় অবস্থান করবে। তার পরবর্তী সময়ে আবহাওয়ার উন্নতি হবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে আগামী ২৪ শে অক্টোবর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। যে কারণে ওই সময় পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই নিম্নচাপের কারণে উপকূলবর্তী এলাকায় ঝড়ো হাওয়া লক্ষ্য করা যেতে পারে। ঘন্টায় ৫৫ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে।
কোন কোন জেলায় এই নিম্নচাপের সব থেকে বেশি প্রভাব পড়বে?
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ২১ শে অক্টোবর থেকে ২৬ শে অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ শে অক্টোবর বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে ২২ শে অক্টোবর থেকে ২৪ শে অক্টোবর পর্যন্ত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২২ তারিখ থেকে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। ২৩ তারিখ ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর জুড়ে এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। পূর্ব মেদিনীপুরের বৃষ্টির পরিমাণ থাকতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার। অন্যদিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার থাকার কথা। এর পাশাপাশি এদিন কলকাতা, হাওড়া, হুগলি এবং নদীয়ার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।