নিজস্ব প্রতিবেদন : যে বয়সে শিশুরা পিঠে ব্যাগ নিয়ে স্কুলে যায়, পড়াশুনা করে, স্কুলের বন্ধু বান্ধবদের সাথে খেলা করে দিব্যি সময় পেরিয়ে যায়, সেই বয়সে এই খুদেকে রোজগারের তাগিদে নিজের প্রতিভা খাটিয়ে অর্থ সংগ্রহ করতে হচ্ছে। আসলে এই তৃতীয় বিশ্ব বড়ই অবাক করা। যেখানে অর্থের সাথে সংগত হতে না পারলে টেকা দায়। তাইতো এই বয়সেই এই খুদেকে নেমে পড়তে হয়েছে বাজারে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক শিশুকে ঘিরে চার পাশে রয়েছেন মানুষেরা। আর ওই শিশু টেবিলের উপর তার কোমল হাত দিয়ে বাজনা বাজাচ্ছে আর অবিরত গান গেয়ে চলেছে। সেই গান পছন্দ হলে কেউ কেউ তার দিকে এগিয়ে এসে এক আধটা টাকা দিয়ে যাচ্ছেন।
পরনে সাদা মাটা জামার ওই খুদের ছবি দেখলেই বোঝা যায় যে সে অর্থাভাবে জন্যই আজ এইভাবে বাজারে গান করছে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। বহু মানুষ ওই শিশুটির জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে দুঃখ প্রকাশ করলেও শিশুটির মধ্যে যে প্রতিভা লুকিয়ে রয়েছে তার প্রশংসাও করেছেন তারা।
ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে এরকম লক্ষ লক্ষ প্রতিভাবান ঘুরে বেড়াচ্ছেন। আর তারা কখনও কখনও সোশ্যাল মিডিয়ার দৌলতেই জনসমক্ষে আসেন। তবে এই শিশুটির প্রতিভার পরিচয় ভিডিওতে পাওয়া গেলেও তার নাম ঠিকানা সম্পর্কে কিছু জানা যায়নি।