ধেয়ে আসছে নিম্নচাপ, ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাওয়া অফিসের পূর্বাভাস মত শক্তি সঞ্চয় করে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। হাওয়া অফিসের আশঙ্কা এই নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে শুক্রবারই আছড়ে পড়তে পারে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে দিয়ে স্থলভূমিতে। যার ফলস্বরূপ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Advertisements

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে আগেই এই নিম্নচাপ সম্পর্কে পূর্বাভাস এবং সতর্কতাবাণী দেওয়া হয়েছিল। আর সেই সতর্কতাবাণী অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে শেষ দপ্তরের কর্মীদের পুজোর ছুটি বাতিলও করা হয়েছে। স্থলভাগের উপর আছড়ে পড়া এই নিম্নচাপের প্রভাব সবথেকে বেশি পড়তে পারে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এই সকল এলাকায় শুক্রবার থেকেই অতি ভারী বৃষ্টির পাশাপাশি ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যেতে পারে বলে মনে করা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে।

Advertisements

অন্যদিকে ভারী বৃষ্টি দেখা মিলতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলায়। তবে শুধু এই সকল জেলাগুলির মধ্যেই এই নিম্নচাপ সীমাবদ্ধ থাকবে তা নয়। এই নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতে লক্ষ্য করা যাবে বলে মনে করা হচ্ছে।

নিম্নচাপের প্রভাব শুধু লক্ষ্য করা যাবে এমনটা নয়, বৃহস্পতিবার রাত থেকেই এই নিম্নচাপের কারণে আবহাওয়ার বিপুল পরিবর্তন হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই তাপমাত্রা অনেকটাই নেমে গেছে, পাশাপাশি শুক্রবার সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে বাতাসের গতিবেগ।

Advertisements