নিজস্ব প্রতিবেদন : চলতি বছর দুর্গা পুজো মানেই ছিল আনন্দের মাঝে আশঙ্কার টান। তবে এসবের মাঝেই যতটা সম্ভব সতর্কভাবে কেটে গেল পুজোর দিনগুলি। আর এই আনন্দ শেষে এখন বিষাদের সুর, কারণ উমা সপরিবারে আবার কৈলাসে গমণ করেছেন। আর তার কৈলাসে গমণ করার সাথে সাথে অপেক্ষা একটা বছরের। ‘আসছে বছর আবার হবে’।
চলতি বছর একদিকে যেমন করোনা অতিমারির হাতছানি ঠিক তেমনি বারংবার ছিল নিম্নচাপ, ঝড়-বৃষ্টির ভ্রুকুটি। যদিও এই যাত্রায় ঝড়-বৃষ্টি ও নিম্নচাপের ভ্রূকুটিকে কাটিয়ে উঠতে পেরেছে বাঙালিরা। উৎসবে মেতে উঠেছিলেন আপামর জনতা। আর এই উৎসবের মরসুমে থেকে হতেই সবার মনে কৌতুহল শুরু হয় আগামী বছরের পুজো কবে? তাই চলুন এক নজরে দেখে নেওয়া যাক আগামী বছরের দূর্গা পূজার নির্ঘন্ট।
আগামী বছর দেবীপক্ষের শুরু অর্থাৎ মহালয়া হবে ৬ অক্টোবর, বুধবার। যেদিন আবার ভোর থেকে বাঙালির ঘরে ঘরে বেজে উঠবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়ার গান।
মহাষষ্ঠী পড়ছে ১১ ই অক্টোবর, সোমবার।
মহাসপ্তমী শুরু হচ্ছে ১২ই অক্টোবর মঙ্গলবার।
মহাষ্টমী ১৩ই অক্টোবর বুধবার।
মহানবমী ১৪ই অক্টোবর বৃহস্পতিবার।
বিজয়া দশমী ১৫ই অক্টোবর শুক্রবার।
চলতি বছর করোনাকালে মাস্ক এবং স্যানিটাইজারকে সঙ্গ করে পুজো কাটাতে হলেও আমাদের আশা আগামী বছর এগুলিকে ছাড়াই আমরা আনন্দে মেতে উঠবো দুর্গোৎসবে।