থাকছে গালওয়ান, সামনে এলো FAU-G দেশী গেমের ভিডিও

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিপুল জনপ্রিয় PUBG ভারতে নিষিদ্ধ হওয়ার পর গেম পাগলরা যখন বিকল্পের সন্ধানে ঠিক সে সময় বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার ঘোষণা করেন FAU-G নামে দেশী গেম লঞ্চ করার কথা। এই গেমটি অক্টোবর মাসেই লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত তা অক্টোবরের পরিবর্তে নভেম্বর মাসে লঞ্চ হতে চলেছে।

Advertisements

Advertisements

আর এই গেম লঞ্চ হওয়ার আগে সম্প্রতি সামনে এসেছে এর ট্রেলার। FAU-G গেম ডেভলপার সংস্থা nCore Games গেমের ট্রেলার সামনে নিয়ে এসেছে। এর পাশাপাশি তারা জানিয়েছে নভেম্বর মাসে গেমটি অফিশিয়ালি লঞ্চ হবে। তবে কবে লঞ্চ হবে তা সম্পর্কে সঠিক কোন দিনক্ষণ জানানো হয়নি।

Advertisements

nCore Games এর তরফ থেকে প্রকাশ করা FAU-G গেমের ১ মিনিটে ট্রেলারে দেখা যাচ্ছে, এই গেমের মধ্যে থাকছে গালওয়ান উপত্যকায় চিনা আগ্রাসন এবং তা প্রতিরোধের কাহিনী। তবে গেম ডেভলপকারী ওই সংস্থার তরফ থেকে এর বাইরে আর ডিটেল কিছু বলা হয়নি। তবে এই গেমটিতে সিঙ্গল এবং মাল্টি দুরকম প্লেয়ারই থাকছে, পাশাপাশিই ম্যাপও থাকবে বলে জানা গিয়েছে।

Advertisements