পুলিশ লকআপে কিশোরের মৃত্যুর প্রতিবাদে ১২ ঘন্টা বনধ, স্তব্ধ মল্লারপুর

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চুরির অভিযোগে মল্লারপুর থানার পুলিশ বাউরি পাড়ার শুভ মেহেনা নামে এক কিশোরকে গ্রেপ্তার করে। আর সেই কিশোরের বৃহস্পতিবার রাতে পুলিশ লকআপের মধ্যেই অস্বাভাবিক মৃত্যু হয়। যার পর শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে মল্লারপুর এলাকা। স্থানীয় মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা বিক্ষোভ এবং পথ অবরোধ করেন। তিন ঘন্টা পর পুলিশি তৎপরতায় সেই অবরোধ ওঠে। তবে অবরোধ ওঠার পাশাপাশি বিজেপির তরফ থেকে শনিবার এলাকায় ১২ ঘন্টা বনধের ডাক দেওয়া হয়।

Advertisements

সেইমতো শনিবার সকাল থেকেই এলাকায় শুরু হয়েছে বনধ। সামগ্রিকভাবে এলাকায় কিছু দোকানপাট খোলা থাকলেও বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, এই বনধ পুলিশ লকআপে কিশোরের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে। অন্যদিকে এদিন এই বনধ চলাকালীন এলাকায় হাজির হয়েছেন বিজেপি সংসদ তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। তার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হয়েছে এবং তাদের থানা ঘেরাও কর্মসূচিও রয়েছে।

Advertisements

অন্যদিকে গতকাল এই ঘটনার পর বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছিল, মৃত কিশোর এবং তার পরিবারের সদস্যরা বিজেপি সমর্থক। যদিও পরে মৃতের বাবা গণেশ মেহেনা জানান, ‘তারা তৃণমূল করতেন, এবং তৃণমূলের সাথেই আছেন। তাদের ছেলে শুভ নেশা ভাং করতো এবং মাঝে মধ্যে চুরি করতো। যে কারনেই পুলিশ তাকে ধরে নিয়ে আসে এবং পুলিশ হেফাজতে সে আত্মহত্যা করে।’

Advertisements

অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন, “মল্লারপুরে পুলিশ হেফাজতে একজনের মৃত্যু হয়েছে। মানব অধিকার কমিশন ও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক তিন জনের কমিটির সামনে মৃতদেহের এনকয়েস্ট হয়েছে। পরিবারের লোকজনদের সন্মতিতে ময়নাতদন্ত হয়েছে। নিয়ম মেনেই বিচার বিভাগীয় তদন্ত হবে। মৃত্যুর কারন ময়না তদন্তের রিপোর্টে স্পষ্ট হয়ে যাবে।”

Advertisements