নিজস্ব প্রতিবেদন : চলতি বছর আইপিএল-এ বহু নামিদামি তারকারই সময় খারাপ গিয়েছে। আর এই সময়ই খারাপ যাওয়া তারকাদের মধ্যে অন্যতম কলকাতার দীনেশ কার্তিক। খেলা শুরু থেকেই সেভাবে ব্যাটিংয়ে নজর কাড়তে পারেন নি তিনি, এমনকি দুর্ভাগ্যবশত সিরিজের মাঝপথেই হারাতে হয় অধিনায়কত্ব। এমনকি রবিবার মরণ-বাঁচন লড়াইয়ে রাজস্থানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে তাকে প্যাভিলিয়ানে ফিরতে হয়।
তবে এই দীনেশ কার্তিকই রবিবারের ম্যাচে রাতারাতি সুপারম্যান হয়ে গেলেন তার দুর্দান্ত উইকেট কিপিং-এর পারফর্মেন্সের জন্য। নজর কাড়লো তার উইকেটের পিছনে দাঁড়িয়ে পাখির মত উড়ে গিয়ে এক হাতে ক্যাচ। আর এই ক্যাচ দেখে দর্শক থেকে খেলোয়াড় সকলেই অবাক।
WATCH – DK takes flight – catch unbelievable
Take a bow @DineshKarthik. Went full stretch to his left and grabbed a stunner. Terrific catch from DK. You can watch this over and over again.https://t.co/5ijCHFAzDm #Dream11IPL
— IndianPremierLeague (@IPL) November 1, 2020
দিনেশ কার্তিককে দিন উইকেটের পিছনে দাঁড়িয়ে বাঁদিকে উড়ে গিয়ে যে ক্যাচটি নেয় তা হল স্টোকসের। স্টোকস এমন একজন তারকা জিনিস যেকোনো সময় ম্যাচের হাল নিজেদের দিকে ফিরিয়ে দিতে পারেন। আর এই দামী ব্যাটসম্যানের দামি ক্যাচ ধরতে পেরে নাইট বাহিনীকে আর পিছনের দিকে তাকাতে হয়নি।
Dinesh Karthik Catch was just Stunning ??
Best keeper for a reason pic.twitter.com/LuSf2gv9j2
— ??????⚔ (@iamsohail_1) November 1, 2020
রাজস্থানের ব্যাট শুরু হওয়ার পর তৃতীয় ওভারের কামিন্সের প্রথম বলেই স্টোকসের ব্যাটের কানায় লেগে বল দ্রুতগতিতে উইকেটের পিছন দিকে ছুটি যাচ্ছিল। আর সেই বলটিকে ছোঁ মেরে তালুবন্দি করেন দীনেশ কার্তিক।