অবশেষে লোকাল ট্রেনের চাকা গড়ানোর সম্মতি দিলো রাজ্য সরকার

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রায় আট মাস লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকার পর অবশেষে নবান্নের তরফ থেকে রাজ্যে লোকাল ট্রেনের চাকা গড়ানোর সম্মতি দেওয়া হল। সোমবার নবান্নে রেলের পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের কর্তাদের নিয়ে দীর্ঘক্ষন বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এর পরেই তিনি জানান রাজ্যে লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে ছাড়পত্র দেওয়ার বিষয়টি।

Advertisements

Advertisements

তবে লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হলেও মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, কঠোরভাবে কোভিডবিধি মানতে হবে। পাশাপাশি টিকিট কাটার পদ্ধতি, হকাররা ট্রেনে উঠতে পারবেন কিনা ইত্যাদি নিয়ে বেশকিছু বদল আসতে পারে বলেও আভাস দিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে এই বিষয়ে আরও এক দফা বৈঠকের পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Advertisements

বৈঠক শেষে জানানো হয়, শিয়ালদা এবং হাওড়া ডিভিশনে অন্যান্য সময় যে পরিমাণে লোকাল ট্রেন চলে নিউ নর্মালে সেই সংখ্যক লোকাল ট্রেন চলবে না। বর্তমান পরিস্থিতিতে আপাতত সব থেকে বেশি ১০-১৫% লোকাল ট্রেন চালানো হবে। পরবর্তী ক্ষেত্রে এই ট্রেনের সংখ্যা বাড়িয়ে করা হবে ২৫%।

এর পাশাপাশি জানানো হয় বর্তমান পরিস্থিতিতে একটি লোকাল ট্রেনে চড়তে পারবেন ৬০০ জন যাত্রী। আগে যেখানে ১২০০ যাত্রী চড়তে পারতেন। অর্থাৎ ৫০% যাত্রী নিয়ে ট্রেন চলাচল করবে। ট্রেনে যে সকল যাত্রীরা চড়বেন তাদের মাস্ক পরা বাধ্যতামূলক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

তবে লোকাল ট্রেন চলাচলের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সম্মতি দেওয়া হলেও এখনো পর্যন্ত কবে থেকে এই লোকাল ট্রেন চলাচল করবে তার দিনক্ষণ ঠিক করা হয়নি। দিনক্ষণ এবং আরও বেশকিছু প্রটোকল সম্পর্কিত আরও একটি বৈঠক করা হবে আগামী ৫ ই নভেম্বর। আর সেদিনের বৈঠকের পর এই চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

Advertisements