নিজস্ব প্রতিবেদন : Post Office অর্থাৎ ভারতীয় ডাকঘরের ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা করার মতো সুযোগ এবার হাতের মুঠোয়। মাত্র পাঁচ হাজার টাকা খরচ করে আবেদনের মাধ্যমে পেয়ে যাওয়া যেতে পারে এই ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজি বিতরণের বিষয়ে ভারতীয় ডাকঘরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ভারতীয় ডাক বিভাগের এই ফ্র্যাঞ্চাইজি দেওয়ার মূল লক্ষ্য হলো সর্বত্র ডাক পরিষেবাকে পৌঁছে দেওয়া। এযাবত ভারতে ১ লক্ষ ৫৫ হাজার পোস্ট অফিস থাকলেও বেশ বহু এলাকা রয়েছে যে সকল জায়গায় পোস্ট অফিসের শাখা এখনো তৈরি করা সম্ভব হয়নি। আর সেই লক্ষ্য পূরণ করতেই ভারতীয় ডাকঘরের এমন সিদ্ধান্ত। আর তাদের এই সিদ্ধান্ত থেকে লাভের মুখ দেখার সুযোগ রয়েছে আপনারও।
ভারতীয় ডাকঘরের তরফ থেকে দুই ধরনের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হচ্ছে। প্রথমটি হলো আউটলেট ফ্র্যাঞ্চাইজি এবং দ্বিতীয়টি হলো পোস্টাল এজেন্ট ফ্র্যাঞ্চাইজি।
ফ্র্যাঞ্চাইজি পাওয়ার শর্ত
১) ফ্র্যাঞ্চাইজি পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীর অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে।
২) আবেদনকারীকে আবশ্যিকভাবে ভারতীয় নাগরিক হতে হবে।
৩) আবেদনকারীর নুন্যতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইট পাস।
আবেদনের ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজি পাওয়া গেলে ওই আবেদনকারী গ্রাহকদের স্ট্যাম্প, স্পিড পোস্ট, নিবন্ধ, স্টেশনারী, মানি অর্ডার ইত্যাদির মত পরিষেবা দিতে পারবেন। আর লাভের অঙ্ক মিলবে ব্যবসার উপর নির্ভর করে কমিশনের ভিত্তিতে।
পোস্ট অফিসের এই ফ্র্যাঞ্চাইজি পাওয়ার জন্য ইচ্ছুক ব্যক্তিরা (https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf) বিজ্ঞপ্তি দেখতে পারেন এবং সেখান থেকেই ফর্ম ফিলাপ করে আবেদন করতে পারেন।